ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করার উপায় কি কি
বিকাশ অফিস নাম্বার ২০২৪ এবং বিকাশ হেল্প লাইন নাম্বার
বর্তমানে অনালাইন থেকে ইনকাম করার অনেক মাধ্যম রয়েছে । আমরা অনেকে অনলাইনে সার্চ করি কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। আপনি অনেক ভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। ইন্টারনেটে খুজলে হাজার হাজার মাধ্যম পাওয়া যায় যেগুলোর সাহায্যে অনলাইন থেকে ইনকাম করা যায়। আমাদের চিন্তা যখন অনলাইন থেকে ইনকাম করা তখন যে মাধ্যম গুলো মাথায় আসে সেগুলো হলোঃ- ডিজিটাল মার্কেটিং, ই-মেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, ইউটিউব, ফ্রিল্যান্সিং ইত্যাতি বিষয় গুলো। যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারি।
কিন্তু এই উপায় গুলোর বাহিরেও অনলাইন থেকে ইনকামের আরেকটি ধারুন এবং কার্যকর মাধ্যম হলো, “ফেসবুক রিলস মনিটাইজেশন”। হ্যা, আপনারা একেবারেই ঠিক ধরেছেন, এখন ফেসবুক রিলস থেকে ইনকাম করা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে।শুধু আপনাকে এইকাজে লেগে থাকতে হবে।
যদি আপনি ফেসবুকে্র রিলস তৈরি করতে পছন্দ করেন বা একজন ফেসবুক ভিডিও কন্টেন ক্রিয়েটর হিসেবে কাজ করে অনলাইনে ইনকাম করার কথা ভাবছেন, তাহলে আমাদের আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন এবং ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করার উপায় গুলো জেনে রাখুন।
ফেসবুক রিলস কি - কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়
আপনি কিভাবে ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করবেন, এই বিষয়ে জানার আগে আমাদের জানতে হবে ফেসবুক রিলস কি? ফেসবুক রিলস কীভাবে কাজ করে? বিস্তারিত জানার পর আমরা কিভাবে ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম সেটা জানবো।
Facebook Reels, Facebook এর একটি ফিচার যা সম্প্রতি চালু হয়েছে। মূলত, সংক্ষিপ্ত আকারের ভিডিওগুলি এখানে তৈরি এবং প্রকাশ করা হয়। কিন্তু ফেসবুকে ভিডিও প্রকাশের আগে বিভিন্ন স্পেশাল ইফেক্ট ও মিউজিক প্রয়োগ করে ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় ও মজার করে তোলা হয়। এই রিলগুলি টিকটক পোস্টগুলির সাথে খুব মিল।
ফেসবুক রিলস থেকে আপনি অনেক ভাবে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন, Reels Bonus, Affiliate Marketing, Refer And Earn, Product Selling ইত্যাদি। এইগুলো থেকে কীভাবে ইনকাম করতে হয় সেগুলো পরে বিস্তারিত ভাবে শেয়ার করা হবে।
আসলে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার ফিচারটি অনেক আগে থেকেই ছিল ফেসবুকে। যাইহোক, এই শর্ট রিল ভিডিও (Short Reels Video) ফিচারটি ফেসবুক নতুন করে চালু করেছে যার মধ্যে রয়েছে রিলস বোনাস ফিচার ( Reels Bonus) যা থেকে আপনি সহজেই Facebook রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক রিলস কিভাবে বানাতে হয় - রিলস দিয়ে টাকা ইনকাম
ফেসবুক রিলস সাধারণত ১৫ থেকে ৯০ সেকেন্ডের হয়ে থাকে। আপনার ভিডিও অনুযায়ী আপনাকে ডিউরেশন ঠিক করতে হবে। আপনার রিলস ভিডিও তৈরি করার পর Facebook Feed এর মধ্যে থাকা Reel Section এর মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুক রিলস ভিডিও আপলোড করতে পারবেন।
ফেসবুক রিলস ভিডিও ইডিট করার জন্য আপনার এপের প্রয়োজন হবে। ফেসবুক বা টিকটক ভিডিও ইডিট করার জন্য অনেক ধরণের সফটওয়্যার আছে এর মধ্য থেকে আপনার পছন্দ মত নিতে পারবেন। কয়েকটি ফেসবুক বা টিকটক ভিডিও ইডিট করার সফটওয়্যার এর নাম দেওয়া হলঃ-
- Funimate Video Editor & Maker
- apCut – Video Editor
- InShot Video Editor
- YouCut – Make TikTok video
- Vidma – Video Editor & Maker
- Filmora – Movie & Video Editor
- Videoleap – Video Editor/Maker
- Splice
- Glitch FX – Glitch Video Effect
উপরে উল্লেখিত সফটওয়্যার থেকে যেকোন একটা দিয়ে ভিডিও ইডিট করতে পারবেন।
কীভাবে ফেসবুক রিলস থেকে ইনকাম করা যায়
আপনি ফেসবুক রিলস থেকে অনেক মাধ্যম ব্যবহার করে ইনকাম করতে পারেন। ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করার নানান মাধ্যম রয়েছে। আপনার রিলস ভিডিও গুলোকে Facebook Ads দ্বারা monetization করানোর পাশাপাশি Affiliate Marketing, Refer & Earn, Sponsorship, Product Selling, URL Shortener, ইত্যাদি নানান মাধ্যমে ফেসবুক রিলস দ্বারা ইনকাম করা সম্ভব।
তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি যদি হাজার ভিডিও বানান তাহলেও টাকা ইনকাম না ও হতে পারে, আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটি সম্পর্ন ভিডিও তৈরি করতে হবে। রিলস থেকে ইনকাম করার জন্য আপনাকে সেরা থেকে সেরা, মজার এবং আকর্ষণীয় রিলস ভিডিও গুলো তৈরি করতে হবে। এছাড়া, আপনাকে কিছু রিয়েল ফলোয়ার্স ও অবশই বানাতে হবে।
ফেসবুক রিলস থেকে ইনকামের উপায়:
- Facebook Ads-এর দ্বারা
- Affiliate Marketing করুন
- রেফার করে ইনকাম করুন
- Product বিক্রি করে ইনকাম
- ব্র্যান্ডের সাথে সহযোগিতা
- Stars-দ্বারা ইনকাম
- Creator Fund Program
- Fan subscription-এর মাধ্যমে ইনকাম
Facebook Ads-এর দ্বারা
ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করার প্রথম মাধ্যমটি হলো Facebook Ads। ফেসবুক থেকে মনিটাইজেশন চালু করে খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।
Affiliate Marketing করুন
যদি আপনার ফেসবুক রিলস থেকে ভালো পরিমানে ভিউজ আসছে, তাহলে আপনি রিলস বানিয়ে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন।
Affiliate Marketing থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটা ভালো affiliate marketing program-এর সাথে যুক্ত হতে হবে এরপর ভালো মানের product এবং services গুলোকে নিজের তৈরি করা Reels video গুলোর মাধ্যমে অনলাইনে প্রচার করতে পারবেন। ভিডিওতে আপনার দেওয়া এফিলিয়েট লিংকটির মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন।
রেফার করে ইনকাম করুন
ফেসবুক রিলস দিয়ে টাকা ইনকাম করার আরো একটি মাধ্যম হলো রেফার করা। রেফার করে টাকা ইনকাম করার প্রচুর এ্যাপ্স এবং ওয়েব সাইট অনলাইনে পেয়ে যাবেন। সে রেফার লিং গুলো আপনার রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবেন। সেটির বিস্তারিত ভিডিওতে বলে দিবেন তাহলে সবাই ক্লিক করার আগ্রহ দেখাবে।
আপনার দেওয়া রেফারেল লিংক বা কোড ব্যবহার করে কোন ফলোয়ার্স বা ভিডিও ভিউয়ার্সরা সেই এ্যাপ্স ডাউনলোড এবং ইন্সটল করে থাকে, তাহলে এর মাধ্যমে টাকা ইনকাম হবে।
Product বিক্রি করে ইনকাম
আপনার রিলস ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের পন্য বিক্রি করতে পারবেন, এর ফলে আপনার অনলাইন থেকে টাকা ইনকাম হবে খুব সহজে। রিলস ভিডিওর মধ্যে আপনার পন্যের বিজ্ঞাপনের মাধ্যমে ভিউয়ারস দের মাঝে নিয়ে আসতে পারবেন।
ব্র্যান্ডের সাথে সহযোগিতা
একবার আপনার পর্যাপ্ত ফলোয়ার হয়ে গেলে, ব্র্যান্ড এবং কোম্পানিগুলি স্বয়ংক্রিয়ভাবে তাদের পণ্য এবং পরিষেবার প্রচারের জন্য আপনার সাথে যোগাযোগ করে। তবে আপনি চাইলে বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের সাথে যোগাযোগ করতে পারেন।
Stars-দ্বারা ইনকাম
মেটা (Meta) ঘোষণা করেছে যে দর্শকরা এখন ভিডিও দেখার সময় তাদের প্রিয় বিষয়বস্তু কন্টেন ক্রিয়েটরদের কাছে স্টার (Star) পাঠাতে পারবে। এখন, বিষয়বস্তু নির্মাতাদের মেটা দ্বারা প্রাপ্ত প্রতিটি স্টারের জন্য 1 সেন্ট করে অর্থ প্রদান করা হবে। এই ক্ষেত্রে, একজন কন্টেন ক্রিয়েটর যত বেশি রিল তৈরি করবেন এবং যত বেশি মানুষ তাদের রিলস ভিডিও দেখবে, তত বেশি স্টার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Creator Fund Program
ফেসবুক তার কন্টেন ক্রিয়েটর সমর্থন করতে ক্রিয়েটর ফান্ড (Creator Fund Program) নামে একটি প্রোগ্রাম নিয়ে এসেছে। প্রোগ্রামটি এমন কন্টেন ক্রিয়েটরদের আর্থিক সহায়তা প্রদান করে যারা নির্দিষ্ট মাইলফলক সম্পূর্ণ করতে পারবে। উদাহরণস্বরূপ, উচ্চ মানের ভিডিও সামগ্রী তৈরি করা বা প্রচুর সংখ্যক ফলোয়ার পাওয়া ইত্যাদি। ক্রিয়েটর ফান্ড প্রোগ্রামে যোগদানের জন্য আপনাকে নিজে থেকে আবেদন করতে হবে এবং কিছু নিয়ম কানূন অনুসরণ করতে হবে।
Fan subscription-এর মাধ্যমে ইনকাম
Facebook দ্বারা fan subscription নামের একটি সুবিধা প্রদান করা হয়েছে, যেখানে ভিজিটররা (viewers) বা ফ্যানসরা (fans) তাদের পছন্দের ক্রিয়েটরদের সাপোর্ট করার ক্ষেত্রে exclusive content গুলোর জন্যে monthly fee পেমেন্ট করে থাকেন। তবে, Facebook fan Subscriptions প্রোগ্রাম এর সাথে যুক্ত হওয়ার জন্যে কিছু নিয়নীতির প্রয়োজন আছে। এই মাধ্যমে অধিক ইনকাম করার জন্যে নিজের ভিডিও গুলিতে fan Subscriptions-এর বিষয়ে উল্লেখ করাটা জরুরিত
আমাদের শেষ কথা
আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়। অনলাইন থেকে ইনকাম করার আরো অনেক মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। পরবর্তীতে আপনাদের মাঝে অনলাইন থেকে টাকা ইনকাম করার আরো উপায় গুলো নিয়ে আসবো।
রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url