নাপাক অবস্থায় যে কাজ গুলো করা যাবে না সেগুলোর তালিকা

বিজয় বাংলা টাইপিং সিট Pdf

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাইভালো আছেন। আমরা চেষ্টা করি আমাদের সাইটের মাধ্যমে আপনাদের মাঝে নতুন কোন বিষয় নিয়ে আসা। প্রতিদিনের মত আজকেও আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ইসলামিক পোস্ট। আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে ইসলামিক পোস্ট নিয়ে আলোচনা করব। 

নাপাক অবস্থায় যে কাজ গুলো করা যাবে না সেগুলোর তালিকা, napak obosthay

ইসলামিক পোস্টের আজকের বিষয় নাপাক অবস্থায় যে যে কাজ গুলো করা যাবে না তার তালিকা। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছি তারা সবাই জানি আমাদের ধর্মে নাপাক অবস্থায় থাকতে মানা করা হয়েছে। কারন নাপাক অবস্থায় আমাদের কোন কাজ করা যাবে না। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব নাপাক অবস্থায় যে ১০টি কাজ করতে পারবেন না আপনি। তাহলে চলুন শুরু করার যাক আজকের এই আর্টিকেল।

নাপাক অবস্থায় কি কি করা যাবে না

  • আমাদের পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করা যাবে না
  • নামাজ পড়া যাবে না
  • তাওয়াপ করা যাবে না নাপাক অবস্থায়
  • কোরআন শরীফ পড়া যাবে না
  • মসজিদে প্রবেশ করা যাবে না

আমাদের পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করা যাবে না

নাপাক অবস্থায় কোন ভাবে পবিত্র কোর-আন শরীফ স্পর্শ করতে পারবেন না। আপনি যদি অল্প পরিমান ও নাপাক থাকেন তাহলে ও আপনি কোর-আন শরীফ স্পর্শ করতে পারবেন। কারণ কোর-আন শরীফ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ যেটা আমরা আমাদের মনের মত করে ধরতে পারবো না। আপনি যদি নাপাক থাকেন তাহলে যদি ভাবেন কোন কিছুর সাহায্যে ধরা যাবে। সেটা ভূলেও করতে যাবেন না কারণ কোনো কিছুর সাহায্যে হোক কিংবা সরাসরি হোক নাপাক অবস্থায় আপনি এটি স্পর্শ করতে পারবেন না। আল্লাহ তা-আলা বলেছেনঃ "শুদ্ধ ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না"। অনেকে মনে করেন থাকেন যে  শুদ্ধ অর্থ ফেরেশতাদেরক ও বুঝানো হয়েছে তবে প্রকৃত পক্ষে এটি  দ্বারা মানুষকেও বুঝানো হয়েছে। নাপাক অবস্থায় কোর-আন স্পর্শ করা হারাম।

আরো পড়ুনঃ লেবুর উপকারিতা ও অপকারিতা সমূহ

নামাজ পড়া যাবে না

নাপাক অবস্থায় কি কি করা যাবে না তার মধ্যে আর একটি হলো আপনি নামাজ পড়তে পারবনে না। নাপাক অবস্থায় আল্লাহ আমাদের নামাজ কোন ভাবে কবুল করবেন না। নামাজ পড়ার জন্য আমাদের অবশ্যই পাক-পবিত্র হতে হবে। পাক-পবিত্র হওয়া ব্যাতিত কোন ভাবেই আমরা নামাজ কায়েম করতে পারবেন না। আমাদের প্রিয় রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ "আল্লাহ তোমাদের কারো নামাজ কবুল করেন না, যারা বাতাস ছাড়ার পর, পায়খানা, প্রস্রাব করার পর যতক্ষণ না সে অজু করবে।" । এইটা থেকে সম্পূর্ণরূপে সুস্পষ্ট যে নাপাক ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না।

তাওয়াপ করা যাবে না নাপাক অবস্থায়

আমর জানি তাওয়াপ করা নামাজ পড়ার সমতূল্য তাই এইখান থেকে বুঝা যায় আমরা নাপাক অবস্থায় তাওয়াফ করতে পারবো না। তাওয়াফ করার জন্য আমাদের অবশ্যই আমাদের পবিত্র হওয়ার প্রয়োজন আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, তাওয়াফকে সালাত হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু নামাজ এবং তাওয়াফ এর মধ্যে পার্থক্য হল তাওয়াফ এর সময় কথা বলা আল্লাহ-তাআলা বৈধ করেছেন আর নামাজের সময় কথা বলা নিষেধ করেছেন। তাছাড়াও তিনি আরো বলেছেন পিরিয়ড হওয়া মহিলারা তাওয়াফ করতে পারবে না যতক্ষণ না সে নিজেকে পবিত্র করে।

কোরআন শরীফ পড়া যাবে না

নাপাক অবস্থায় যেমন আমরা কোর-আন শরিফ ধরতে বা ছুয়ে দেখতে পারবো না তেমনি নাপাক অবস্থায় আমরা কোর-আন শরীফ পড়তে পারবো না। হযরত আলী ইবনে আবু তালিব (রা) হতে বর্ণিত, "নাপাক অবস্থায় কোনভাবেই কোরআন তেলাওয়াত করা যাবে না" তাছাড়াও "নবী হযরত মুহাম্মদ (সঃ) যখন কুরআন তেলাওয়াত করতেন তখন তিনি পবিত্র অবস্থায় থাকতেন"। ঋতুস্রাব বা পিরিয়ড হওয়া মহিলা এবং প্রসব পরবর্তী রক্তপাতের অবস্থায় থাকা মহিলা উভয়ের ক্ষেত্রেই একই বিধান প্রযোজ্য।

মসজিদে প্রবেশ করা যাবে না

নাপাক অবস্থায় আমরা মসজিদে প্রবেশ করতে করতে পারবো না। মসজিদে প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই পবিত্র হওয়া জরুরি। আপাক অবস্থায় মসজিদে প্রবেশ এবং মসজিদে থাকা যাবে না। এই ব্যাপারে আল্লাহ তা-আলা আমাদের কঠোর ভাবে নিষেদ করেছেন। তাই আমরা নাপাক অবস্থায় থাকলে মসজিদে প্রবেশ করবো না। পাক-পবিত্র হয়ে তারপর মসজিদে প্রবেশ করবো।

নাপাক অবস্থায় কি কি করা যাবে না সে সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর

অপবিত্র অবস্থায় দুআ করা যাবে কি

এটির অর্থ হলো আপনি অজু ছাড়া দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ আপনি অজু ছাড়া দোয়া করতে পারবেন। আপনি অযু ছাড়া দোয়া করতে পারবেন কিন্তু অযু ছাড়া নামাজ পড়তে পারবেন না। অনেক আলেম বলে থাকেন আপনি নাপাক থাকায় অবস্থায় যদি কোর-আন সরানোর প্রয়োজন হয় তাহলে স্পর্শ করতে পারবনে। তবে না ধরায় ভালো। যখন আপনি সহবাস বা মেয়েদের মাসিক থাকবে তখন কোন ভাবেই ধরা যাবে না। তবে দোয়া করতে পারবেন, কারণ মুখ নাপাক থাকে না

কোন তিনটি দোয়া প্রত্যাখ্যাত হবে না

  • রোজাদার যখন ইফতার এর সময় দোয়া করে
  • ন্যায়পরায়ণ নেতার দোয়া
  • নির্যাতিত ব্যক্তির দোয়া

নাপাক অবস্থায় নামাজ পড়লে কি হবে

যদি কেউ নাপাক বা অপরিষ্কার পোশাক পড়ে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল হবে না। আর আপনি নামাজ থাকলে অযু করলেও নামাজ কবুল হবে না। 

ইসলামে কোন জিনিস গুলো অপবিত্র

যে জিনিসগুলি সবসময় অপবিত্র হয় সেগুলোকে নাজায়েজ বলা হয়েছে যেমন এর মধ্যে রয়েছে শূকর এর রক্ত, কুকুরের লালা এবং মদ্য জাতীয় দ্রব্য। এইসব যদি আপনার শরীরে লেগে থাকে তাহলে আপনি নাপাক অবস্থায় থাকবেন।

মেয়েদের পিরিয়ডের সময় কুরআন পড়া যাবে কি

মেয়েদের পিরিয়ডের সময় কোন কিছু করা যায় না সাতদিন যাবৎ। তাই মেয়েদের পিরিয়ড হলে কুরআন বা নামাজ কিছুই পড়া যাবে না।

রায়হান আইটির শেষ কথা

আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করলাম নাপাক অবস্থায় যে কাজ গুলো করা যাবে না তার তালিকা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ইসলাম ধর্মে কোন কোন জিনিস গুলো নাপাক করেছে। যে জিনিস গুলো আমাদের জন্য নাপাক আমরা সে জিনিস গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবো। আপনাদের কি ধরণের ইসলামিক পোস্ট প্রয়োজন তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url