মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করুন ও ছবি বিক্রি করার ওয়েবসাইট

মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সেরা সাইট সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলের মাধ্যমে। মোবাইল ফটোগ্রাফি করে আয় কি বিশ্বাস হচ্ছে না? হয়তো অনেকে ভাবতেছেন মোবাইল ফটোগ্রাফি করে কিভাবে অনলাইন থেকে আয় করা যায়। আপনাদের সব প্রশ্নের উত্তর এবং মোবাইও ফটোগ্রাফি করে আয় করার সেরা সাইট আলোচনা করা হবে।

মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করুন ও ছবি বিক্রি করার ওয়েবসাইট, অনলাইন ইনকাম, ছবি বিক্রি করে আয়, ,মোবাইল ফটোগ্রাফী করে আয় করুন

আপনার মোবাইলে তোলা সেরা ছবি বিক্রি করার মাধ্যমে আপনি আয় করতে পারবেন হাজার হাজার ডলার। শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে। আপনার মোবাইল ফোনের ক্যামেরা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি ছবি বিক্রি করে মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন। 

মোবাইল ফোনের ক্যামেরার উন্নতির সাথে সাথে স্টক ফটো সাইট গুলোতে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে কয়েকটি মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সাইট সম্পর্কে আলোচনা করা হবে। 

দামি ক্যামেরা নাই বলে অনেকের মন খারাপ হয়। কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ছবি তুলে অনলাইন ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সাইট সম্পর্কে। 

মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সেরা সাইট

অনলাইন থেকে ইনকাম করতে সবাই চাই। তবে সেটি যদি হয় ছবি বিক্রির মাধ্যমে তাহলে ব্যাপারটা আরো বেশি আকর্ষণীয় দেখায়। আমাদের মোবাইল দিয়ে আমরা প্রতিদিন অনেক ধরনের ছবি তুলে থাকি। মোবাইল ফোনের ক্যামেরা ভালো হলে আমরা ছবি তোলার আগ্রহ পাই। বর্তমানে মোবাইল ফোনের ক্যামেরা গুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা সম্ভব। 

বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করার অনেক সাইট পাওয়া যায়। যেগুলোতে ছবি বিক্রি করার মাধ্যমে অনলাইন থেকে আয় করা যায়। তবে সব সাইট ভালো হয় না, কিছু কিছু সাইট আছে ছবি বিক্রি করার কথা বলে পেমেন্ট করে না। তাই আপনাদের জন্য কয়েকটি সাইট নিয়ে আসছি যেগুলো আপনি ব্যবহার করার মাধ্যমে অনলাইন থেকে আয় করতে পারবেন।

মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সাইট লিস্ট

মোবাইল ফটোগ্রাফি করে আয় করার জন্য সবাই অনলাইনে সাইট খুজে থাকেন। অনেক ধরনের সাইট আছে কিন্তু কোন সাইট ব্যবহার করলে আমাদের ভালো ইনকাম হবে সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। আপনাদের জন্য মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সেরা সাইট লিস্ট নিয়ে আসলাম। এইখান থেকে আপনার পছন্দ মতো সাইটে ছবি বিক্রি করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের সাইট গুলো সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোবাইল ফটোগ্রাফি করে আয় করার সেরা সাইট এর লিস্ট। 

১. শাটারস্টক (Shutterstock)

২. গেটি ইমেজেস ও আইস্টক (Getty Images and iStock)

৩. এলামি (Elami)

৪. ৫০০পিএক্স লাইসেন্সিং (500px)

৫. আইএম

৬. ডিপোজিট ফটোস (Depositphotos)

৭. ড্রিমসটাইম (Dreamstime)

৮. স্টকসি (Stocksy)

৯.ক্যান স্টক ফটো (Can Stock Photo)

১০. এডোবি স্টক (Adobe Stock)

১১. ফটোডান (PhotoDune)

১২. ১২৩আরএফ (123rf)

১৩. ফোপ (Foap)

১৪. জেন ফোলিও (Zenfolio)

১৫. পিক্সিসেট (Pixieset)

শাটারস্টক

শাটারস্টক (Shutterstock) ছবি বিক্রি করার সব থেকে জনপ্রিয় মাধ্যম। শাটারস্টক স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট গুলোর মধ্যে সব থেকে সব ওয়েবসাইট। এই সাইটের সাহায্যে আপনার মোবাইল ফোনে তোলা ছবি গুলো বিক্রি করে ডলার ইনকাম করতে পারবেন। 

শাটারস্টক স্টক ফটোগ্রাফির সব থেকে বড় সাইট হওয়া সত্ত্বেও এই সাইটে খুব অল্প দামে ছবি গুলো বিক্রি হয়ে থাকে। এইখানে আপনাকে ইনকাম করতে হলে বেশি পরিমানে ছবি আপলোড করতে হবে। আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করে ইনকাম করায় প্রাথমিক ধাপে থাকেন তাহলে শাটারস্টক আপনার জন্য সব থেকে ভালো হবে। শাটারস্টক থেকে আপনার মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে ভালো একটা ইনকান করতে পারবেন। 

গেটি ইমেজেস ও আইস্টক

Getty Images স্টক ফটোগ্রাফি সাইটগুলোর মধ্যে সবচেয়ে দামি সাইট। এই সাইটে ছবি বিক্রি করে ভালো পরিমানে ইনকাম করা যায়। এই সাইটে ছবির মূল্য বেশি পরিমানে হয়ে থাকে। যেসব কোম্পানি ভালো মানের এবং এক্সক্লুসিভ ছবি খুজে থাকে তারা Getty Images (গেটি ইমেজেস) ব্যবহার করে থাকে। গেটি ইমেজেসের আরো একটি স্টক ইমেজ শেয়ার এর ওয়েবসাইট আছে আর সেটি হচ্ছে আইস্টক। এই সাইট দুটি এক সাথে কাজ করে থাকে।

এই সাইটে ইনকাম করতে হলে আপনাকে ভালো মানের ছবি আপলোড করতে হবে এবং ছবিত কোয়ালিটি ভালো হতে হবে। এইখানে ছবির এপ্রোব পাওয়া অনেক কঠিন। গেটি ইমেজেস ও আইস্টক প্রতি ছবির প্রতি ২০ থেকে ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়ে থাকে। গেটি ইমেজেস ও আইস্টক মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করার বেস্ট একটি সাইট।

এলামি

মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করার অন্যতম আরেকটা সাইট হলো এলামি। এই সাইটের সাহায্যে আপনার মোবাইলে তোলা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ছবি বিক্রি করে অনলাইন থেকে আয় করতে পারবেন। এই সাইটে আপনার তোলার সেলফিও বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে আপনার তোলা দৈনন্দিন তোলা ছবি কিংবা কোন নিশ বেচে নিয়ে সে অনুযায়ী ছবি বিক্রি করতে পারবেন এই সাইটে।

এই সাইটে এক্সক্লুসিভ ও নন-এক্সক্লুসিভ দুই ধরনের ছবি বিক্রি করতে পারবেন। এক্সক্লুসিভ ছবির জন্য আপনি পাবেন ৫০% লভ্যাংশ এবং নন-এক্সক্লুসিভ এর জন্য পাবেন ৪০% লভ্যাংশ।

৫০০পিএক্স লাইসেন্সিং

৫০০পিএক্স লাইসেন্সিং সাইটে পেশাদার এবং অপেশাদার সকল শ্রেনীর মানুষ ছবি বিক্রি করে ইনকাম করতে পারবে৷ এইটা অনেকটা সোশ্যাল সাইটের মত কাজ করে থাকে। এইখানে আপনি একাউন্ট করে অন্যদের ফলো করতে পারবেন আবার আপনার একাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন। আপনার মোবাইলে তোলা ছবি ৫০০পিএক্স এর মধ্যে শেয়ার করতে পারবেন। অন্যদের দেওয়া পোস্টে আপনি রিয়েক্ট এর মাধ্যমে মতামত জানাতে পারবেন। এইখানে ছবি বিক্রি করার জন্য প্রথমে আপনার দেওয়া ছবি গুলোর লাইসেন্স করতে হবে। এরজন্য আপনাকে আবেদন করতে হবে। ছবি গুলো এপ্রুব হলে তারা পাটনারদের কাছে এই ছবি গুলো বিক্রি করে থাকে। 

এইখানে ছবি বিক্রি করার জন্য আপনাকে প্রথমে এইখানে রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর আপনার মোবাইলে তোলা ছবি গুলো প্রোপাইলে শেয়ার করতে হবে। প্রোপাইলে শেয়ার করা ছবি গুলো লাইসেন্সিং এর জন্য সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে আপনার সে ছবি গুলো বিক্রি করবে ৫০০পিএক্স কোম্পানি।

আইএম

মোবাইলে তোলা ছবি বিক্রি করে আয় করার অন্যতম একটি জনপ্রিয় সাইট হচ্ছে আইএম। এইখানে আপনার মোবাইল দিয়ে তোলা যেকোন প্রাকৃতিক ছবি বিক্রি করে ইনকাম করতে পারবেন। এইখানে আপনার তোলা ক্রিয়েটিভ যেকোন সেলফিও বিক্রি করতে পারবেন। তবে এইখানে ইনকাম এর টাকা উইথড্র করতে পারবেন একমাত্র পেপাল দিয়ে।

ডিপোজিট ফটোস

Depositphotos বা ডিপোজিট ফটোসে রয়েছে লক্ষ লক্ষন ফটোগ্রাফার। যারা নিজেদের তোলা ছবি বিক্রি করে প্রতিদিন হাজার হাজার ডলার ইনকাম করছে। চাইলে আপনিও এই সাইটে আপনার মোবাইলে তোলা ছবি বিক্রি করে এইখান থেকে ইনকা। করতে পারবেন। ওয়ার্নার ব্রোস, ট্রিপ এডভাইজর মতো ব্যাক্তিরা এই সাইট থেকে ছবি ক্রয় করে থাকে। মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আয় করার বেশ জনপ্রিয় একটি সাইট। একটা ছবি বিক্রি করলে ৩০ থেকে ৪০ শতাংশ লভ্যাংশ দিয়ে থাকে।

ড্রিমসটাইম

বর্তমানে এই সাইটে ৬ লক্ষেরও বেশি ফটোগ্রাফার তাদের নিজেদের তোলা ছবি বিক্রি করে থাকে। আপনি যদি একজন মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন এবং আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করে আয় করতে চান তাহলে এই সাইট আপনার জন্য বেস্ট হবে। তবে ড্রিমসটাইমে ছবি বিক্রি করা অন্যান্য সাইটের মত এতো সহজ না। আপনার পোর্টফলিওর ছবি অন্তত ৬ মাস পর্যন্ত রাখতে হবে। নন-এক্সক্লুসিব ছবির জন্য এই সাইট থেকে পাবেন ২৫%-৫০% লভ্যাংশ এবং এক্সক্লুসিভ ছবির জন্য পাবেন ২৭.৫০%-৬০% পর্যন্ত লভ্যাংশ।

স্টকসি

Stocksy হলো অনলাইনে ছবি বিক্রি করার জনপ্রিয় একটি মিড-রেঞ্জ স্টক সাইট। এই সাইটে ভালো পরিমানে অর্থাৎ প্রায় ৫০% থেকে ৭০% পর্যন্ত লভ্যাংশ দিয়ে থাকে। তবে এই সাইটটি ১০০% এক্সক্লুসিভ সাইট। এইখানে ব্যবহার করা ছবি গুলো আপনি অন্য কোন স্টক ইমেজ সাইটে ব্যবহার করতে পারবেন না। এইখানে আপনাকে অবশ্যই ভালো মানের ছবি বিক্রি করার জন্য দিতে হবে। যে ছবিটি বিক্রি করার জন্য দিবেন সেটি অবশ্যই এক্সক্লুসিভ হতে হবে।

ক্যান স্টক ফটো

CanStockPhoto একটি স্টক ফটোগ্রাফি সাইট। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই সাইট থেকে শুরু করতে পারেন। এইখানে বর্তমানে ১ লক্ষেরও বেশি ফটোগ্রাফার রয়েছে যারা নিয়মিত এইখানে ছবি বিক্রি করে ইনকা। করতেছেম এই সাইট খুব ভালো পরিমানে লভ্যাংশ দিয়ে থাকে। আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করে আয় করতে চান তাহলে এই সাইট আপনার জন্য বেস্ট হবে।

এডোবি স্টক

অনলাইনে ছবি বিক্রি করার জন্য অন্যতম জনপ্রিয় একটি সাইট হচ্ছে Adobe Stock বা এডোব স্টক। এইখান থেকে আপনি মোবাইলে তোলা ছবি গুলো বিক্রি করে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। এইখানে আপনার দেওয়া ছবি গুলোর বিক্রি থেকে আপনাকে ৩৩% এর মত লভ্যাংশ দিবে। তাই আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করে আয় করতে চান তাহলে এই সাইট থেকেও শুরু করতে পারেন।

ফটোডান

এইখানে ছবি বিক্রি করে প্রতি ছবি প্রতি ৩ ডলার থেকে ৫ ডলার পর্যন্ত পাবেন। এইখানে ছবি বিক্রি অনেক কম দামে হয়ে থাকে। তবে এইখানে আপন বেশি পরিমানে ছবি বিক্রি করতে পারবেন। এইটা থিম ফরেস্ট বা এনবাটোর একটি কনসার্ন সাইট। ছবির মূল্য কম হলেও এইখানে আপনি ভালো পরিমানে ছবি বিক্রি করতে পারবেন।

১২৩আরএফ

ফটোগ্রাফি জগতের বেশ জনপ্রিয় একটি সাইট হচ্ছে 123RF বা ১২৩আরএফ। এইখানে আপনি নন-এক্সক্লুসিভ ছবি বিক্রি করতে পারবেন। অর্থাৎ এইখানে যে ছবি বিক্রি করার জন্য দিবে সে ছবিটি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন। 123RF বা ১২৩আরএফ তা ইউজারদের কে প্রতি ছবির বিক্রি প্রতি ৩০%-৬০% লভ্যাংশ দিয়ে থাকে।

ফোপ 

মোবাইল ফটোগ্রাফি করে আয় করার জন্য বেস্ট একটি সাইট হচ্ছে ফোপ। এই সাইটে বর্তমানে ৩০ লাখেরও অধিক ফটোগ্রাফার রয়েছে। যারা নিজেদের মোবাইল বা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে এই সাইটে বিক্রি করে থাকে। আপনিও যদি একজন মোবাইল ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে ফোপ এর মধ্যে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি ছবি সুন্দর হয়ে থাকে এবং আকর্ষণীয় হয়ে থাকে তাহলে আপনি ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারবেন এই সাইট থেকে। যারা মোবাইল ফটোগ্রাফি করে বা অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে চান তারা এই সাইটকে বেছে নিতে পারেন। 

জেন ফোলিও

যারা নতুন নতুন মোবাইল ফটোগ্রাফি করেন এবং ভাবছেন অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করবেন তাহলে জেন ফোলিও এই সাইটটি হবে আপনার জন্য বেস্ট। যারা নতুন অবস্থায় মোবাইল ফটোগ্রাফি শুরু করতেছেন তারা চাইলে এই সাইট থেকে শুরু করতে পারেন। এখানে নতুনদের ভালো পরিমাণে পেমেন্ট করে থাকে। এখানে প্রতি ছবি প্রতি আপনাকে ৭ থেকে ১০ পার্সেন্ট ইকুইটি দিয়ে থাকে। তাই যারা নতুন মোবাইল ফটোগ্রাফি করবেন ভাবতেছেন তারা এখানে রেজিস্ট্রেশন করে ছবি বিক্রি শুরু করে দিন।

পিক্সিসেট

পিক্সিসেট হল অনলাইন স্টোরের মত। এখানে আপনি আপনার নিজস্ব ছবির স্টোর খুলতে পারবেন। আপনার আপলোড করা ছবিগুলোতে আপনি নিজেই দাম নির্ধারণ করে দিতে পারবেন। এটা একটি অনলাইন দোকানের মত কাজ করে থাকেন। আপনি যদি পিক্সিসেট সাইটে ফ্রি হয়ে থাকেন তাহলে আপনার ছবির বিক্রি প্রতি ১৫% তারা কেটে ফেলবে। এবং যদি পেইড ইউজার হয়ে থাকেন তাহলে আপনার থেকে কোন পরিমাণে টাকা চার্জ করবে না। আপনি যদি নিজের একটি অনলাইন স্টোর খুলতে চান ছবি বিক্রি করার জন্য তাহলে পিক্সিসেট আপনার জন্য বেস্ট হবে। 

রায়হান আইটি শেষ কথা

মোবাইল ফটোগ্রাফি করে কিংবা অনলাইনে ছবি বিক্রি করে যারা ইনকাম করতে চাচ্ছেন তারা বর্তমানে এই সাইটগুলো ব্যবহার করে ছবি বিক্রি করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন থেকে ক্রেতারা ছবি কিনে থাকেন। যারা মার্কেটিং এর কাজ করে থাকেন তারা সবাই লাইসেন্সের জন্য অনলাইন থেকে ছবি কি ক্রয় করে থাকেন। আপনিও চাইলে ছবি বিক্রি করে আয় করতে পারবেন। যারা মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং নিয়মিত মোবাইল দিয়ে ছবি তুলে থাকেন তাহলে আপনার সে ছবিগুলো অনলাইনে বিক্রি করে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। বর্তমানে ছবি বিক্রি করে অনলাইন থেকে ইনকাম করা অনেক সহজ। মোবাইল ফটোগ্রাফি করে ইনকাম কিংবা অনলাইনে ছবি বিক্রি করে আয় করার জন্য এই সাইটগুলো ব্যবহার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url