বিকাশ অফিস নাম্বার ২০২৪ এবং বিকাশ হেল্প লাইন নাম্বার

বিকাশ অফিস নাম্বার ২০২৪ এবং বিকাশ হেল্প লাইন নাম্বার

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের জন্যে আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন আর্টিকেল নিয়ে। আমাদের আর্টিকেলের আজকের বিষয় বিকাশ অফিস নাম্বার ২০২৪ এবং বিকাশ হেল্প লাইন চ্যাট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

আমাদের দেশে কম বেশি সবাই বিকাশ ব্যবহার করে থাকি। আমরা বিকাশের মাধ্যমে টাকার লেনদেন করে থাকি। বিকাশ ব্যবহার করার সময় আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলাই পড়তে হয়। যেমন, বিকাশ পিন নাম্বার ভূল্র যাওয়া, বিকাশ নাম্বার বন্ধ হয়ে যাওয়া অথবা ভূল নাম্বারে টাকা লেনদেন করা ইত্যাদি। এই সমস্যা গুলো সমাধান করার জন্য আমাদেরকে বিকাশ অফিস বা বিকাশ হেল্প লাইনের সাহায্য নিতে হয়।

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন বিকাশ অফিস নাম্বার, বিকাশ লাইভ চ্যাট, bkash live chat, bkash customer care no, বিকাশ কাস্টমার কেয়ার, বিকাশ লাইভ চ্যাট, live chat bkash, বিকাশ হেল্প লাইন, বিকাশ হেল্প নাম্বার, bkash live, chat support, bkash number, bkash live, bkash tk এবং বাংলাদেশের বিভিন্ন স্থাকে থাকা বিকাশ অফিসের নাম্বার সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আর্টিকেল।

বিকাশ অফিস নাম্বার | Bkash Customer Care No

আমরা শুরতে জেনেছিলাম আমাদের কেনো বিকাশ অফিস নাম্বার এর প্রয়োজন হয়। আমরা বিকাশের কোন সমস্যার মধ্যে পড়লে আমরা বিকাশ অফিস নাম্বার খুজে থাকি। বিকাশের যেকোন সমস্যার জন্য আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের সবার এই নাম্বারটি জেনে রাখা উচিৎ। আপনাদের সুবিধার্থে নিচে বিকাশ অফিস নাম্বার | Bkash Customer Care No টি দিয়ে দিবো। তাহলে যেকোন সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারবেন।

বিকাশ অফিস নাম্বার | Bkash Customer Care No:- 16247 এবং 02-55663001

বাংলাদেশের যেকোন সিম যেমন, রবি, গ্রামীনফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল সিম ব্যবহার করে উক্ত নাম্বারে কল করতে পারবেন।

আপনি যদি বিকাশের কাছে ইমেইল করতে চান তাহলে নিচের ইমেইলে যোগাযোগ করতে পারবেন। নিচে বিকাশের ইমেইল দিয়ে দিবো যেটির মাধ্যমে আপনারা বিকাশে মেইল করতে পারবেন।

বিকাশের ইমেইল:- support@bkash.com

আশা করি বুঝতে পেরেছেন বিকাশ অফিস নাম্বার এবং বিকাশের ইমেইল সম্পর্কে।

বিকাশ কাস্টমার কেয়ার ঢাকা

আমরা অনেকেই ঢাকাতে বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা খুজে থাকি। ঢাকার মধ্যে আমাদের যাদের বিকাশের সমস্যা হয় তারা ঢাকার মধ্যে বিকাশ কাস্টমার কেয়ার খুজে থাকি। যারা ঢাকাতে থাকেন তাদের সুবিধার্থে বিকাশ কাস্টমার কেয়ার ঢাকা এর ঠিকানা দেওয়া হলো।

ঢাকা মহাখালী কাস্টমার কেয়ার:- এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

ঢাকা বাংলামোটর কাস্টমার কেয়ার:- নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।

ঢাকা যাত্রাবাড়ী কাস্টমার কেয়ার:- রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

আশা করি বুঝতে পেরেছেন বিকাশ কাস্টমার কেয়ার ঢাকার সম্পূর্ণ ঠিকানা। উক্ত ঠিকানায় যোগাযোগ এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান কর‍তে পারবেন।

বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম

এইবার আমরা জানবো বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর ঠিকানা সম্পর্কে। আমরা যারা চট্টগ্রাম গ্রাম অঞ্চল এলাকায় থাকি তাফের জন্য একটু অসুবিধা হয়ে থাকে। চট্টগ্রামের বাসিন্দারা তাদের বিকাশের যেকোন সমস্যার জন্য নিচের দেওয়া ঠিকানা গুলোয় যোগাযোগ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিকাশ কাস্টমার কেয়ার চট্টগ্রাম এর ঠিকাগুলো সম্পর্কে।

চট্টগ্রাম আগ্রাবাদ কাস্টমার কেয়ার:- আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

চট্টগ্রাম মুরাদপুর কাস্টমার কেয়ার:- ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

উক্ত ঠিকানায় যোগাযোগ এর মাধ্যমে আপনার বিকাশের সমস্যার সমাধান করতে পারবেন।

বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী

আমরা ইতিমধ্যেই ঢাকার মধ্যে থাকা বিকাশ কাস্টমার কেয়ার এর ঠিকানা উল্লেখ করে দিয়েছি। আপনাদের সুবিধার্থে বিকাশ কাস্টমার কেয়ার যাত্রাবাড়ী এর ঠিকানা পূনরায় দেওয়া হলো। নিচে যাত্রাবাড়ীর ঠিকানা দেওয়া হলো।

ঢাকা যাত্রাবাড়ী কাস্টমার কেয়ার:- রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ

আমরা যারা নারায়ণগঞ্জে বসবাস করি তাদেরও অনেক সময় বিকাশ কাস্টমার কেয়ারে যাওয়া লাগে। আপনাদের সুবিধার্থে নারায়ণগঞ্জের বিকাশ কাস্টমার কেয়ার এর ঠিকানা দেওয়া হলো। নিচের ঠিকানায় যোগাযোগ এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন:-

বিকাশ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ:- আফিয়া মেডিসিন কর্নার, ১৭৫ নং খন্দকার টাওয়ার, দেওভোগ, নারায়ণগঞ্জ।

বিকাশ কাস্টমার কেয়ার গাজীপুর

আমরা যারা গাজীপুরে বসবাস করি তাদের বিকাশের কোন সমস্যা হলে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হয়। নিচের ঠিকানায় যোগাযোগ এর মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে পারবো।

গাজীপুর বিকাশ কাস্টমার কেয়ার:- বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর

বিকাশ কাস্টমার কেয়ার এর ঠিকানা

আপনাদের সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা বিকাশ কাস্টমার কেয়ার এর ঠিকানা পূনরায় দেওয়া হলো। হয়তো উপরে দেওয়া ঠিকানা থেকে কিছু ঠিকানা বাদ যেতে পারে, যার কারনে আমরা আবার সব বিকাশে কাস্টমার কেয়ার এর সকল ঠিকানা উল্লেখ করে দিয়েছি। আপনার ঠিকানা অনুযায়ী যোগাযোগ করতে পারবেন বিকাশ কাস্টমার কেয়ার অফিসে।

ঢাকা মহাখালী গ্রাহক সেবা কেন্দ্র :- এসকেএস টাওয়ার, নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬

ঢাকা বাংলামোটর গ্রাহক সেবা কেন্দ্র :- নাসির ট্রেড সেন্টার, দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক, ঢাকা-১২০৫।

ঢাকা যাত্রাবাড়ী গ্রাহক সেবা কেন্দ্র :- রোহামা কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

গাজীপুর গ্রাহক সেবা কেন্দ্র :- বাতেন ভবন, দ্বিতীয় তলা, ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর

টাঙ্গাইল গ্রাহক সেবা কেন্দ্র :- বাছেদ খান টাওয়ার, দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল

ময়মনসিংহ গ্রাহক সেবা কেন্দ্র :- রিভার এজ, দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ (বুড়া পীরের মাজার এর বিপরীতে)

চট্টগ্রাম আগ্রাবাদ গ্রাহক সেবা কেন্দ্র :- আগ্রাবাদ সেন্টার, ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম

চট্টগ্রাম মুরাদপুর গ্রাহক সেবা কেন্দ্র :- ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম

সিলেট গ্রাহক সেবা কেন্দ্র :- জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০

খুলনা গ্রাহক সেবা কেন্দ্র :- ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা

বরিশাল গ্রাহক সেবা কেন্দ্র :- রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল

রংপুর গ্রাহক সেবা কেন্দ্র :- এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর

বগুড়া গ্রাহক সেবা কেন্দ্র :- পি এন এইচ টাওয়ার, ২০১, দ্বিতীয় তলা, রোমেনা আফাজ রোড, জলেশ্বরীতলা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০ [জলেশ্বরীতলা কালীমন্দির থেকে ১০০ মিটার উত্তরে]

রাজশাহী গ্রাহক সেবা কেন্দ্র :- ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী

যশোর গ্রাহক সেবা কেন্দ্র :- হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর

কুমিল্লা গ্রাহক সেবা কেন্দ্র :- রয় কমপ্লেক্স, নীচ তলা, ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা

ফরিদপুর গ্রাহক সেবা কেন্দ্র :- এ এম টাওয়ার, ৩২/১/এ, দ্বিতীয় তলা, চন্দ্রকান্ত রোড, ওয়েস্ট এন্ড পাড়া, গোয়ালচামট, ফরিদপুর - ৭৮০

নতুন সময়সূচির তালিকা হলো:-

  • বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র:- সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত (সপ্তাহে ৭ দিন, সরকারি ছুটি ব্যতীত)
  • বিকাশ গ্রাহক সেবা:- সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত (শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত)

বিকাশ হেল্প লাইন চ্যাট

বিকাশের কিছু সমস্যা আছে যেগুলো আমরা লাইভ চ্যাটের মাধ্যমে সমাধান করতে পারি। এই ধরনের সমস্যা গুলো সমাধানের জন্য আমাদেরকে বিকাশ গ্রাহক সেবাই যাওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে বিকাশ হেল্প লাইন্র লাইভ চ্যাট এর মাধ্যমে আপনার সমস্যা গুলো সমাধান করতে পারবেন।

বিকাশ হেল্প লাইনে জয়েন করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে। এরপর লাইভ চ্যাটে ক্লিক করে আপনার সমস্যার কথা জানাবেন। সাথে সাথে বিকাশ এজেন্ট আপনার মেসেজ এর উত্তর দিয়ে দিবে।

আপনার সমস্যা চাইলে স্ক্রিনশট এর মাধ্যমে ছবি দিতে পারবেন। আপনার সমস্যা জানানোর পর আপনার বিকাশ এর ভেরিফাই করা হবে। যেমন আপনার বিকাশ নাম্বার, ভোটার আইডি নাম্বার ইত্যাদি। আপনার ভেরিফাই কমপ্লিট হলে এরপর আপনার সমস্যার সমাধান জানিয়ে দিবে।

বিকাশ হেল্প লাইন চ্যাট ২৪/৭ দিন চালু থাকে। আপনার সুবিধা মতো সময়ে যোগাযোগ করতে পারবেন। এইভাবে আপনি বিকাশ হেল্প লাইন ব্যবহার করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন।

আমাদের শেষ কথা

আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিকাশ অফিস নাম্বার, বিকাশ লাইভ চ্যাট, bkash live chat, bkash customer care no, বিকাশ কাস্টমার কেয়ার, বিকাশ লাইভ চ্যাট, live chat bkash, বিকাশ হেল্প লাইন, বিকাশ হেল্প নাম্বার, bkash live, chat support, bkash number, bkash live, bkash tk এবং বাংলাদেশের বিভিন্ন স্থাকে থাকা বিকাশ অফিসের নাম্বার সম্পর্কে। বিকাশ সম্পর্কীত কোন সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url