পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ২০২৪

আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের সাইটের নতুন আর্টিকেল। আমাদের আজকের আর্টিকেল হলো পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক। আমরা যারা নতুন বিদেশ যায় তাদের জন্য মেডিকেল রিপোর্ট টা অনেক প্রয়োজন। মেডিকেল রিপোর্ট ছাড়া আপনি বাহিরের দেশে যেতে পারবেন না। 

passport diye medical report check, পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক ২০২৪, পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে, UNFIT, গামাকা

বিদেশ যাওয়ার জন্য যে মেডিকেল টেস্ট করা হয়ে থাকে তার রিপোর্ট দুই ভাবে চেক করা যায়। প্রথমটি হলো,আপনি যে দেশে যাবেন সে দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আপনার মেডিকেল রিপোর্ট সম্পর্কে জানতে পারবেন এবং দ্বিতীয় টি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টারের ওয়েবসাইট এর মাধ্যমে।

নিচে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করার বিভিন্ন দেশের নিয়ম দেখানো হলো।

মেডিকেল রিপোর্ট কি?

কোন ব্যাক্তি দেশের বাহিরে যাওয়ার জন্য Physical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা, যেমনঃ- নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট ইত্যাদি দিয়ে থাকে সেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্ট ছাড়া কোন ব্যাক্তি দেশের বাহিরে যেতে পারবে না। দেশের বাজিরে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট করা অন্বক জরুরী।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

দেশের বাহিরে যাওয়ার জন্য আমরা যে মেডিকেল টেস্ট গুলো করতে দিয়ে থাকি সেগুলো চেক করার প্রয়োজন হয়। কারণ মেডিকেল রিপোর্ট গুলো চেক না করে ভিসার জন্য আবেদন করা যাবে না। পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ-

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর By Passport Number সিলেক্ট করুন
  • Passport No দিন এবং  Nationality সিলেক্ট করুন
  • ক্যাপচা কোড দিয়ে  Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

আশা করি বুঝতে পেরেছে কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়।

গামকা (GAMCA) মেডিকেল রিপোর্ট চেক

এখন আমরা দেখবো কীভাবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। এই পদ্ধতি ব্যবহার করে আপনি মধ্যপ্রাচ্যের ৬টি দেশ যেমনঃ- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট রিপোর্ট চেক করতে পারবেন। যেভাবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করবেন

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর  Wafid Slip Number সিলেক্ট করুন
  • এরপর GCC Slip Number সিলেক্ট করুন
  • এরপর আপনার GCC Slip Number দিন খালি ঘরে
  • ক্যাপচা কোড দিয়ে Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি গামাকা মেডিকেল রিপোর্ট চেক করবেন। 

মেডিকেল রিপোর্ট চেক সৌদি আরব

এখন আমরা দেখবো কীভাবে সৌদি আরবের জন্য মেডিকেল রিপোর্ট চেক করবেন। সৌদি আরবে গামাকা মেডিকেল রিপোর্ট চেক করে থাকে। সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। 

  • প্রথমে এই লিংকে ক্লিক করুন এইখানে ক্লিক করুন
  • এরপর Medical Examinations > View Medical Reports এই লেখাতে ক্লিক করুন
  • এরপর  Wafid Slip Number সিলেক্ট করুন
  • এরপর GCC Slip Number সিলেক্ট করুন
  • এরপর আপনার GCC Slip Number দিন খালি ঘরে
  • ক্যাপচা কোড দিয়ে Check লেখাতে ক্লিক করুন
  • তাহলে দেখতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট এর অবস্থা

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

এই পর্যায়ে আমরা দেখবো কীভাবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসুরণ করুনঃ-

  • প্রথমে ভিজিট করুন এইখানে ক্লিক করুন
  • এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিন
  • এরপর Citizen Country সিলেক্ট করুন
  • এরপর ডানপাশের Search বাটনে ক্লিক করুন
  • তাহলে নিচের আপনার মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন

মেডিকেল রিপোর্ট চেক করার বিকল্প পদ্ধতি

মেডিকের রিপোর্ট চেক করার বিকল্প একটি পদ্ধতি হলো, আপনি যে মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট এর জন্য দিয়েছেন সেই সেন্টারের ওয়েবসাইটে Test Report চেক করার অপশন পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইট থেকে মেডিকেল রিপোর্ট চেক করার জন্য Passport Number অথবা Slip Number দিতে হবে। যদি সে মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার এর কোন ওয়েবসাইট না থাকে তাহলে কতৃপক্ষের সাথে যোগাযোগ করুন।

মেডিকেল রিপোর্টে UNFIT কেন হয়

আপনার শরীরে যদি কোন রকমের রোগ ব্যাধী থেকে থাকে তাহলে মেডিকেল রিপোর্টে UNFIT লেখা চলে আসবে। যে যে সমস্যার জন্য মেডিকেল রিপোর্টে UNFIT লেখা হয়ে থাকে সেগুলো হলোঃ

  • হেপাটািইটিস বি
  • HIV (এইচ-আইভি)
  • Corona Positive
  • চর্মরোগ
  • জন্ডিস
  • হৃদরোগ
  • শ্বাসকষ্ট বা হাঁপানি
  • গর্ভবতী মহিলা
  • শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন ত্রুটি ইত্যাদি

FAQs প্রশ্ন

মেডিকেল রিপোর্ট কি? 

কোন ব্যাক্তি দেশের বাহিরে যাওয়ার জন্য hysical Fitness বা স্বাস্থ্য পরীক্ষা, যেমনঃ- নাক, কান, গলা, দৃষ্টি শক্তি সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষার রিপোর্ট ইত্যাদি দিয়ে থাকে সেটি হচ্ছে মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্ট ছাড়া কোন ব্যাক্তি দেশের বাহিরে যেতে পারবে না। দেশের বাজিরে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট করা অন্বক জরুরী।

মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করা যায়?

এই বিষয়ে আমরা উপরে আলোচনা করেছি। বিস্তারিত ভাবে পড়লে বুঝতে পাবেন। মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করার বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন।

মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে?

৩ মাস বা ৯০ দিন

আমাদের  শেষ কথা

আমাদের আজকের আর্টিকেলের বিষয় ছিলো পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক হরার নিয়ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে হয়। আপনাদের যদি এই বিষয়ে কোন মতামত বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করবো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url