মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৫ টি সহজ উপায় জেনে নিন

বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করে না এমন কোন মানুষ খুজে পাওয়া যাবে না। আমাদের সবার হাতে হাতে এখন মোবাইল। মোবাইল দিয়ে আমরা নানান ধরনের কাজ করে থাকি। যেমন, ইন্টারনেট ব্যবহার করা, গান শুনা, ভিডিও দেখা, মোবাইলে কথা বলা ইত্যাদি কাজে আমরা মোবাইল ব্যবহার করে থাকি।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৫ টি সহজ উপায় জেনে নিন

মোবাইলের এই ব্যবহার গুলো ছাড়াও আরো একটি কাজ করা যায় আর সেটি হলো মোবাইল দিয়ে টাকা ইনকাম করা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন আমরা মোবাইলে দিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবো। আমাদের আজকের এই আর্টিকেলে শেয়ার করব কীভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার যায়। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ১৫ টি সহজ উপায় নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি ভালো মানের মোবাইল ফোন এবং ভালো ইন্টারনেট সার্ভিস। মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনার প্রয়োজন হবে প্রচুর পরিমানে ধৈর্য। কারণ আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না।  

আমাদের আজকের এই আর্টিকেলে আমরা জানবো টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে। মোবাইল দিয়ে টাকা ইনকাম করা অনেক সহজ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের আর্টিকেল অনলাইন ইনকাম সম্পর্কে।

ব্লগিং করে টাকা ইনকাম

বর্তমান সময়ে খুব সহজে ব্লগিং করে আয় করা যায়। বর্তমান সময়ে ব্লগিং করে টাকা ইনকাম করার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্লগিং করে টাকা ইনকাম করার জন্য আপনাকে একটা ব্লগসাইট খুলতে হবে এবং সেখানে বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।

ব্লগিং করে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি ওয়েব সাইট। সেটি আপনি ব্লগার বা ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরী করতে পারবেন। ব্লগারে সাইট তৈরী করলে আপনার শুধু ডোমেইন কিনতে হবে আর যদি ওয়ার্ডপ্রেস এর মধ্যে তৈরী করতে চান তাহলে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ব্লগিং করে টাকা ইনকাম করার জন্য আপনাকে মানসম্মত আর্টিকেল বা কন্টেন্ট লিখতে হবে, আর্টিকেল গুলো অবশ্যই নিজের লেখা হতে হবে। এরপর গুগল এডসেন্স এপ্রুভাল নেওয়ার পর সাইট থেকে ইনকাম করতে পারবেন।  এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।

ইউটিউবে ভিডিও তৈরি

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি মাধ্যম হলো ইউটিভব ভিডিও তৈরী করা। ইউটিউব ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার সাথে আমাদের ইনকাম করারও সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

ইউটিউবে ভিডিও তৈরী করার জন্য আপনার হাতে থাকা মোবাইলটি যতেষ্ট। ইউটিউবে ভিডিও তৈরী এবং ভিডিও ইডিট পর্যন্ত মোবাইল দিয়ে করতে পারবেন।  প্রথমে আপনাকে একটা টপিক নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা মাথায় রাখতে হবে। কন্টেন্ট যদি শিক্ষামূলক এবং মানসম্মত হয় তাহলে চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে।

ইউটিউবে ভিডিও তৈরী করে টাকা ইনকাম করার জন্য কয়েকটি শর্ত মেনে কাজ করতে হবে,

  • আপনার চ্যানেলে সর্বনিম্ম ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে
  • ৩৬৫ দিন এর মধ্যে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরন হতে হবে

উপরের শর্ত গুলো পূরন হলে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন এপ্রুব হয়ে গেলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এরপর ভিডিও দেওয়ার মাধ্যমে আপনার ইনকাম শুরু হবে। আপনার চ্যানেল জনপ্রিয় হয়ে গেল ভিডিওর পাশাপাশি বিভিন্ন কোম্পানির স্পন্সরশীপ, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।

মোবাইলে ফ্রিল্যান্সিং

মোবাইল দিয়ে খুব সহজে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে খুব সহজে টাকা ইনকাম করা যায়। তরুণ থেকে মধ্যবয়সী, বেকার থেকে চাকুরীজীবী, সব বয়সের মানুষের কাছে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা। ফ্রিল্যান্সিং করার মাধ্যমে মাসে লাখ টাকা ইনকাম করা যায়। আপনি চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ গুলো মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার কয়েকটি কাজ নিচে দেওয়া হলো:-

  • ব্লগ রাইটিং ও কমেন্টিং করে আয়
  • কপিরাইটিং করে আয়
  • ট্রান্সলেশন করে আয়
  • ফোরাম পোস্টিং করে আয়
  • কন্টেন্ট রাইটিং করে আয়
  • প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করে আয়
  • প্রুফরিডিং এর মাধ্যমে আয়
  • ট্রান্সক্রিপশন
  • ভার্চুয়াল এসিস্টেন্ট

উপরে দেওয়া কাজ গুলো করার জন্য আপনাকে অবশ্যই সে কাজ গুলো সম্পুর্কে জানতে হবে। সে কাজের উপর আপনার দক্ষতা থাকতে হবে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে শিক্ষকতা

অনলাইনে টাকা ইনকাম করার আরো একটি মাধ্যম হলো অনলাইনে শিক্ষকতা করা। আমাদের দেশে লকডাউন পরবর্তী সময়ে অনলাইন এর মাধ্যমে পড়ার প্রচলন বৃদ্ধি পেয়েছে। কারণ কোচিং সেন্টার বা বাসায় যেয়ে পড়ানোর চেয়ে অনলাইনে এর মাধ্যমে পড়ানো বেশি সুবিধাজনক। অনলাইন টিউশন এখন অনেক বেশি জনপ্রিয়। আপনি চাইলে মোবাইল এর মাধ্যমে অনলাইনে শিক্ষকতা করে টাকা ইনকাম করতে পারবেন।

আপনি কোন বিষয়ে পারদর্শী অথবা কোন বিষয় পড়াতে পারবেন সেটা প্রথমে ঠিক করুন। এরপর সে সাবজেক্ট এর বিষয় গুলো ভালো ভাবে মোবাইলে ভিডিও রেকর্ড করুন। এরপর সে ভিডিও গুলো কোন ওয়েবসাইট বা ফেসবুক  এর মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। অথবা আপনি চাইলে অনলাইনে কোর্স চালু করতে পারেন। যেখানে আপনি ছাত্রছাত্রীদের শেখাতে পারবেন সে বিষয়ে।

অনলাইনে পড়ানোর জন্যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট নিচে দেওয়া হলো:-

  • Tutorsheba.com
  • Deshtutor.com
  • Bdtutors.com
  • Bdhometutor.com

উপরে দেওয়া সাইট গুলোতে অনলাইনের মাধ্যমে শিক্ষকতা করতে পারবেন।

ফেসবুক মানিটাইজেশন

ফেসবুক মনিটাইজেশন এর মাধ্যমে অনলাইন থেকে খুব সহজে টাকা ইনকাম করা যায়। ফেসবুক এর মাধ্যমে ইনকাম করা এখন অনেক সহজ হয়ে গেছে। ফেসবুকের কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনাকে ফেসবুক থেকে মনিটাইজেশন দিয়ে দিবে। ফেসবুক পেইজে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বা ফানি বা মজাদার কন্টেন্ট এর ভিডিও তৈরি করে পোস্ট করলে ফলোয়ার এবং ভিউয়ার এর সংখ্যা বাড়তে থাকবে। ইউটিউবের মত ফেসবুকেও মানিটাইজেশন এর জন্য কিছু শর্ত আছে। যেমনঃ

  • ৬০ দিনের মধ্যে ৬০০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে
  • কমপক্ষে ৫টি একটিভ ফেসবুক ভিডিও থাকতে হবে।
  • ফেসবুক পেইজে ফলোয়ার ১০ হাজার থাকতে হবে।

 উপরের শর্ত গুলো পূরন হওয়ার পর আপনি চাইলে মনিটাইজেশন এর জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন চালু হওয়ার পর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।

ফেসবুক ই-কমার্স

ই-কমার্স এখন খুব জনপ্রিয় একটি মাধ্যম অনলাইন থেকে টাকা ইনকাম করার। ফেসবুক ই-কমার্স ব্যবহার করে মানুষ এখন খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারে।

এমন একটা সময় ছিলো যখন ব্যবসা শুরু করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হত। ব্যবসায়ের যাবতীয় সরঞ্জাম প্রয়োজন হতো। কিন্ত এখন মোবাইলের মাধ্যমে অনলাইনে স্বল্প পুঁজিতে ই-কমার্স এর মাধ্যমে ব্যবসা শুরু করা সম্ভব। 

আপনার পণ্যের ভিডিও তৈরি করে ফেসবুক এর মাধ্যমে সবার কাছে পৌছায় দিতে পারবেন। অথবা আপনার পণ্যের ছবি তুলেও ফেসবুকে শেয়ার করতে পারবেন। এখন ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে খুব সহজে পণ্য প্রমোট করা যায়।

ফটোগ্রাফি

আমাদের কাছে একটা স্মার্টফোন থাকলে আমরা শখের বসে ছবি তুলে বেড়ায়। আমাদের সবার ফটোগ্রাফির প্রতি ঝোঁক থাকে। যাদের ফটোগ্রাফির প্রতি ঝোঁক বেশি থাকে তারা চাইলে এই ফটোগ্রাফির মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাদের আলাদা করে কোন ক্যামেরা কেনার প্রয়োজন হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পারবেন। মোবাইল এর মাধ্যমে তোলা ছবি বা ভিডিও বিক্রি করার জন্যে জনপ্রিয় কিছু ওয়েবসাইট রয়েছে। যেমনঃ

  • ফোপ
  • ড্রিমসাইট
  • স্ন্যাপওয়্যার
  • আইএম
  • শাটারস্টক

উপরে দেখানো সাইট গুলো ব্যবহার করে আপনার তোলা ছবি গুলো বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে আপনি ছবি বিক্রি করে আয় করতে পারবেন।

ইন্সটাগ্রাম থেকে আয়

ফেসবুক এবং ইউটিউব এর মত ইন্সটাগ্রামও একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। ইন্সটাগ্রাম থেকেও খুব সহজে টাকা ইনকাম করা যায়। আপনার তৈরি করা ভিডিও গুলো শেয়ার করে ইন্সটাগ্রাম থেকে সহজেই ইনকাম করা যায়। আপনার যখন ফলোয়ার বাড়বে এবং যতেষ্ট পরিমানে ভিডিওতে ভিউ থাকলে তাহলে প্রমোট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

মাইক্রোওয়ার্ক সাইট 

আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন অনলাইন থেকে টাকা ইনকাম করার সব থেকে সহজ পন্থা কোনটি? তাহলে আমি নির্ভয়ে বলে দিবো মাইক্রোওয়ার্ক সাইটে কাজ করা। এইখানে আপনার তেমন কোন দক্ষতার প্রয়োজন হয় না। প্রথম দিন থেকে আপনি এইখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।

মাইক্রো ওয়ার্ক শব্দের অর্থ ছোট কাজ। এই ছোট কাজ গুলো যে কোনো ডিভাইস অথবা মোবাইল ফোন দিয়ে করা যায়। যেমনঃ কোন পোস্টে লাইক করা বা কমেন্ট করা অথবা শেয়ার করা, ভিডিও দেখা, অ্যাপ ইন্সটল করা ইত্যাদি। কিছু মাইক্রোওয়ার্ক  সাইট আছে যেখানে এই কাজ গুলো করার বিনিময়ে টাকা আয় করতে পারবেন। যেমনঃ 

  • Microworkers 
  • Sproutgigs

কিছু বাংলাদেশি মাইক্রোওয়ার্ক সাইট হলোঃ

  • WorkedBD
  • Sprout Gigs
  • Workup Place

এই সাইটগুলোর কাজ মোবাইল দিয়ে সহজেই করে উপার্জন করা যায়।

PTC সাইট 

PTC অর্থ Pay Per Click । এই PTC সাইট গুলোতে কাজ করা অনেক সহজ। ধৈর্য নিয়ে কাজ করতে পারলে এই সেক্টর থেকে অনেক টাকা ইনকাম করা যায়। সাধারণত এই সাইট গুলোতে প্রতিদিন কাজ করতে হয়। না হয় আপনার ইনকাম কম হবে। এই সেক্টরে কাজ করার আগে অবশ্যই সাইটের রিভিউ দেখে নিবেন। কারণ PTC সাইটগুলোতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এইখানে কাজ করার জন্য আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হয় না। ধৈর্য ধরে কাজ করতে পারলে ভালো ইনকামের সুযোগ আছে। জনপ্রিয় ৫ টি PTC সাইট এখানে দেয়া হলো।

  • Neobux
  • Ojooo wad
  • Gpt planet
  • Clixsense
  • Offers Bux 

রিসেলিং ব্যবসা

রিসেলিং ব্যবসা মূলত হচ্ছে কোন পন্য ক্রয় করে আবার অন্য কাস্টমারের কাছে বিক্রি করা। রিসেলিং ব্যবসাতে কম দামে জিনিষ কিনে বেশি দামে বিক্রি করা যায়। তবে রিসেলিং ব্যবসা সাধারণত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, তবে কাস্টমারের আস্থা যদি একবার অর্জন হয়ে যায় তাহলে আর পেছন ফিরে তাকাতে হবে না। কোনো পণ্য ১০ টাকায দিয়ে কিনে ১৫ টাকায় বিক্রি করলে যে টাকাটা লাভ হবে সেটিই হলো রিসেলিং ব্যবসা।   

Android Apps এর মাধ্যমে আয়

Android Apps এর মাধ্যমে খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়।  Android Apps দিয়ে ইনকাম করার জন্য প্রথমে মোবাইলে আপনাকে অ্যাপ্স গুলো ইন্সটল করতে হবে। এরপর অ্যাপস এর মধ্যে দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারলে আপনি ইনকাম করতে পারবেন। মোবাইল থেকে ইনকাম করা যায় এমন কিছু Android Apps এর নাম নিচে দেয়া হলো।

  • Google Opinion Rewards
  • Pocket Money: Free Mobile Recharge & Wallet Cash
  • Cashbuddy – New app
  • Foapp
  • CashBaron: Play to Earn Money
  • Cointiply
  • Truebalance – ফ্রি রিচার্জ app
  • Champ Cash – Earn money
  • Don – Daily offers  

মোবাইলে গেম খেলে ইনকাম

এখন মোবাইলে গেইম খেলে ভালো পরিমানে টাকা ইনকাম করা যায়। আমরা সবাই মোবাইলে গেইম খেলতে ভালোবাসি। কেমন হয় যদি আপনি মোবাইলে গেইম খেলে ভালো পরিমানে টাকা ইনকাম করতে পারতেছেন। হ্যাঁ আপনি চাইলে মোবাইলে গেইম খেলে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। প্লে স্টোর বা অন্য যেকোন মাধ্যম থেকে গেইম ডাউনলোড করুন না কেনো, সেটার অবশ্যই রিভিউ দেখে নিবেন। নিচে কয়েকটি গেইমের নাম দেওয়া হয়েছেঃ-

  • Dream11
  • Rummy Circle
  • MPL – India’s Biggest Gaming App
  • Hago
  • Qureka: Play Quizzes & Learn
  • Money Bingo Clash
  • Yatzy Dice: Win cash
  • WinZo app
  • Whaff reward
  • Big Time Cash
  • Bulb Smash
  • Garena Free Fire
  • Mobile Legends
  • Call of Duty Mobile

এই গেইম গুলো খেলে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম

বর্তমানে বিশ্বের সব বয়সের মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। সবাই চাই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সবার থেকে বেশি লাইক কমেন্ট থাকে। যার কারণে সবাই এখন লাইক, কমেন্ট এবং শেয়ার টাকা দিয়ে কিনে থাকে। আপনি চাইলে এই কাজ গুলো করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিছু ওয়েবসাইটে আছে যেখানে আপনি লাইক কমেন্ট, শেয়ার করে ইনকাম করতে পারবেন। যেমনঃ

  • Anylancer
  • earnadora
  • payrchat
  • shareyt 

উপরে দেওয়া সাইট গুলো ব্যবহার করে আপনি খুব সহজে লাইক কমেন্ট শেয়ার করে টাকা ইনকাম করতে পারবেন। প্রথমে আপনাকে এই সাইট গুলোতে রেজিষ্ট্রেশন করতে হবে। তারপর আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।

ক্রিপটোকারেন্সি ট্রেডিং এর মাধ্যমে ইনকাম

ক্রিপটোকারেন্সি এর মাধ্যমে টাকা ইনকাম করা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিপটোকারেন্সি বলতে সাধারণত বিটকয়েনকে বুঝিয়ে থাকে। এটি এক প্রকার ভার্চুয়াল কারেন্সি, যেটা হাতে নেয়া যায় না, কিন্ত বিক্রি করা যায়। ক্রিপটোকারেন্সি এর দাম বাড়তে কমতে পারে। দক্রিপটোকারেন্সি বিক্রি করে এমন অনেক সাইট পাবেন যে গুলোর মাধ্যমে ক্রিপটোকারেন্সি কয়েন কিনে পরবর্তীতে দাম বাড়লে সেটি বিক্রিও করে দিতে পারবেন। এইভাবে আপনি চাইলে ক্রিপটোকারেন্সি এর মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

আমাদের শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের মাঝে শেয়ার করেছি মোবাইল দিয়ে টাকা ইনকাম করা ১৫ টি সহজ উপায়। যেগুলো ব্যবহার করে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের এই ১৫ টি বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। তাহলে আপনি অনেক সময় ধরে টাকা ইনকাম করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url