বিজয় বাংলা টাইপিং সিট Pdf

দ্রুত হাই প্রেসার কমানোর উপায় সমূহ

কম্পিউটারে টাইপিং করার জন্য বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে বিজয় বাংলা কি বোর্ড (Bijoy Bangla Keyboard)। কম্পিউটারে লেখালেখির কাজে আমরা অন্যান্য বাংলা কিবোর্ড এর চাইতে বিজয় বাংলা কীবোর্ড ব্যবহার বেশি করে থাকি। আবার সব থেকে জঠিল টাইপিং ধরা হয় এই বিজয় বাংলা কি বোর্ড। কারণ আমরা অনেকেই জানি না কিভাবে বিজয় বাংলা কি বোর্ড টাইপ করতে হয়। বাংলা টাইপিং শেখার জন্য আমাদের বিজয় বাংলা টাইপিং সিট বা কম্পিউটার বাংলা টাইপিং সিট pdf এর প্রয়োজন হবে। এই pdf এর মধ্যে কিভাবে টাইপ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত লেখা থাকে। আপনি যদি বিজয় বাংলা টাইপিং সিট (Bijoy Bangla Typing Sheet) খুযে থাকেন তাহল্র আজকের এই পোস্ট আপনার জন্য।

বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা কার ও ফলা টাইপিং সিট , বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা টাইপিং সিট Pdf

আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো বাংলা টাইপিং সিট (Bijoy Bangla Typing Sheet) যা ব্যবহার করে আপনারা বিজয় কি বোর্ড টাইপ করতে পারবেন। এই সিট ব্যবহার করে আপনারা বাংলা টাইপ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট। 

ভূমিকা  

বিজয় বাংলা কীবোর্ড বিজয় বায়ান্ন নামেও পরিচিত। কম্পিউটারে লেখালেখি করার জন্য বিজয় বাংলা কীবোর্ড লে-আউট ব্যবহার করা হয়ে থাকে। বিজয় বায়ান্ন তে বাংলা টাইপিং করতে প্রথম প্রথম একটু কঠিন মনে হবে। তবে বাংলা টাইপিং করতে করতে এইটা অনেক সহজ হয়ে যাবে। বিজয় বায়ান্নো বা বিজয় কীবোর্ড অর্ভ্র কীবোর্ড এর মত না, অভ্র কীবোর্ডে বাংলিশ টাইপ করলে বাংলা লেখা হয়ে যায়। বিজয় বায়ান্ন কীবোর্ডে বাংলিশ টাইপ করলে বাংলা লেখা হবে না বরং কীবোর্ড এর মধ্যে যে বাংলা বর্ণমালা গুলো থাকে সেগুলো দেখে দেখে বা সেগুলোর অবস্থান অনুযায়ী টাইপ করতে হবে। তবে যাদের কীবোর্ডের মধ্যে বাংলা বর্ণমালা গুলো থাকে না তাদের বিজয় বায়ান্ন বা বিজয় কীবোর্ডে লিখতে কষ্ট হয়ে যায়। তাই তাদের সুবিধার্থে নিয়ে আসলাম বিজয় বাংলা টাইপিং সিট। 

তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের পোস্ট বিজয় বাংলা টাইপিং সিট Pdf | Bijoy Bangla Typing Sheet Pdf সম্পর্কে। পোস্টের একদম শেষে pdf এর লিংক দিয়ে দেওয়া হবে। 

বিজয় বাংলা টাইপিং সিট 

আমাদের আজকের এই আর্টিকেলের মধ্যে বিজয় বাংলা টাইপিং সিটকে ৪ (চার) ভাগে ভাগ করেছি। এই ভাগ গুলো হলো, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও ফলা এবং যুক্তবর্ণ। বিজয় কীবোর্ড বা বিজয় বায়ান্ন যারা ব্যবহার করি তাদের মধ্যে অনেকেই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কার ও ফলা এবং যুক্তবর্ণ লিখতে পারে না। আজকের এই পোস্ট সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি বিজয় বায়ান্ন বা বিজয় কীবোর্ডে টাইপিং করতে পারবেন। 

বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং সিট 

বিজয় বায়ান্ন এর মধ্যে স্বরবর্ণ কীভাবে টাইপ করতে সেটা টেবিল আকারে দেখানো হয়েছে। বাংলা স্বরবর্ণ টাইপ করার জন্য কীবোর্ডে যে যে কি গুলো চাপতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো। এইখান থেকে দেখে আপনি দেখে টাইপ করে বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং করতে পারবেন। আমাদের পোস্টের শেষের অংশে আপনাদের জন্য বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং সিট pdf দিয়ে দিবো। 

বর্ণ টাইপিং কি
Shift+F
G+F
G+D
G+(Shift+D)
G+S
G+(Shift+S)
G+A
G+C
G+(Shift+C)
X
G+(Shift+X)

আরো পড়ুনঃ চুল পড়া বন্ধ করার তেল, শ্যাম্পু ও ঘরোয়া উপায়

বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট 

যারা বিজয় কীবোর্ড দিয়ে ব্যঞ্জনবর্ণ টাইপ করে লিখতে চান কিন্তু কীভাবে লিখতে হয় সে সম্পর্কে জানেন না তাহলে পোস্টের এই অংশ ভালোভাবে দেখুন। এই অংশ থেকে আপনারা বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট পেয়ে যাবেন। বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট pdf এর জন্য পোস্টের শেষের অংশ দেখুন। নিচে দেখে নিন বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট গুলো। এইখান থেকে কি গুলো পেয়ে যাবেন। 

বর্ণ টাইপিং কি
J
Shift+J
O
Shift+O
Q
Y
Shift+Y
U
Shift+U
Shift+I
T
Shift+T
E
Shift+E
Shift+B
K
Shift+K
L
Shift+L
B
R
Shift+R
H
Shift+H
M
W
V
Shift+V
Shift+M
Shift+N
N
I
P
Shift+P
Shift+W
Shift+/
Shift+Q
/
Shift+7

আরো পড়ুনঃ পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিন

বিজয় বাংলা কার ও ফলা টাইপিং সিট 

বিজয় বায়ান্ন কীবোর্ডে কিভাবে কার ও ফলা টাইপ করতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই জানি না। কোজ শব্দ লেখার জন্য কার ও ফলা সংযুক্ত করতে হয়। বাংলা লেখা লিখতে গেলে আমাদের অনেক প্রকার কার ও ফলা যুক্ত করতে হয়। আমাদের পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন বিজয় বাংলা কার ও ফলা টাইপিং সিট। যেখান থেকে আপনি বিজয় কীবোর্ড বা বিজয় বায়ান্ন ব্যবহার করে কার ও ফলা টাইপিং করতে পারবেন। 

বর্ণ টাইপিং কি
F
ি D
Shift+D
ুূ Shift+S
A
C
Shift+C
Shift+X
রেফ Shift+A
্ (হসন্ত) G
্য Shift+Z
্র (র-ফলা) Z
। (দাড়ি) Shift+G

বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং সিট 

অন্যান্য কীবোর্ড এর চাইতে বিজয় বায়ান্ন বা বিজয় কীবোর্ডে যুক্তবর্ণ টাইপ করা একটু কঠিন। তবে কয়েকদিন দেখে দেখে টাইপ করলে বা কোন যুক্তবর্ণ লেখার কোন কী চাপতে হবে সেটা শিখতে পারলে অনেক সহজ হয়ে যাবে। সহজে আপনি বিজয় বায়ান্ন বা বিজয় কি বোর্ড ব্যবহার করে বাংলা বর্ণমালা লিখতে পারবেন। তাহপে চলুন দেখে নেওয়া যাক বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং সিট। 

বর্ণ টাইপিং কি
দ্ম (দ+ম) L+G+M
ট্ট (ট+ট) T+T
ন্ঠ (Shift+B)+G+(Shift+T)
ক্ষ (ক+ষ) J+G+(Shift+N)
ক্ষ্ম (ক্ষ+ম) J+G+(Shift+N)+G+M
ক্ত (ক+ত) J+G+k
হ্ম (হ+ম) I+G+M
জ্ঞ (জ+ঞ) U+G+(Shift+I)
ঞ্জ (ঞ + জ) (Shift+I)+G+U
ত্র (ত+র-ফলা) k+Z
শু (শ+ু) (Shift+M)+S
ঞ্চ (ঞ + চ) (Shift+I)+G+Y
ব্ব (ব+ব) H+G+H
ত্ত (ত+ত) K+G+K
ক্র (ক+র-ফলা) J+Z
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
ক্স (ক+স) J+G+N
ক্ম (ক+ম) J+G+M
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
ঙ্গ (ঙ+গ) Q+G+O
গ্ম (গ+ম) O+G+M
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ঙ্খ (ঙ+খ) Q+G+(Shift+J)
ত্থ (ত+থ) K+G+(Shift+K)
ত্ম (ত+ম) K+G+M
ত্ত্ব (ত+ত+ব) K+G+K+G+H
হৃ (হ+ ঋ) I+
শু (শ+ু) (Shift+M)+S
ক্র (ক+র-ফলা) J+Z
দ্ধ (দ+ধ) L+G+(Shift+L)
দ্ভ (দ+ভ) L+G+(Shift+H)
ক্স (ক+স) J+G+N
ক্ম (ক+ম) J+G+M
ঙ্গ (ঙ+গ) Q+G+O
গ্ধ (গ+ধ) O+G+(Shift+L)
গ্ম (গ+ম) O+G+M
ঙ্ক (ঙ+ক) Q+G+J
ঙ্খ (ঙ+খ) Q +G+(Shift+J)
ন্থ (ন+থ) B+G+(Shift+K)
ন্ম (ন+ম) B+G+M
ন্ধ (ন+ধ) B+(Shift+L)
ব্ধ (ব+ধ) H+G+(Shift+L)
ম্ন (ম+ন) M+G+B
শ্ম (শ+ম) (Shift+M)+G+M
ষ্ক (ষ+ক) (Shift+N)+G+J
ষ্প (ষ+প) (Shift+N)+G+R
ষ্ণ (ষ+ণ) (Shift+N)+G+(Shift+B)
ষ্ম (ষ+ম) (Shift+N)+G+M
স্থ (স+থ) N+G+(Shift+K)
স্ক্র N+G+J+Z
হ্ন (হ+ন) I+G+B
স্ফ (স+ফ) N+G+(Shift+R)

বিজয় বাংলা টাইপিং সিট Pdf

আপনারা যারা বিজয় বাংলা টাইপিং সিট Pdf খুজতেছেন তারা এইখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনাদের জন্য গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে এইখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তাহলে নিচের লিংক থেকে বিজয় বাংলা টাইপিং সিট Pdf টি সংগ্রহ করে নিন।

File NameBijoy Bangla Typing Sheet Pdf
File TypePDF
File AuthorRayhan IT
File Size87 KB
Download Link Download Here

রায়হান আইটির শেষ কথা

আশা করি বিজয় কি বোর্ড বা বিজয় বায়ান্ন কি বোর্ড সম্পর্কে ধারনা পেয়েছেন। আমাদের দেওয়া বিজয় বাংলা টাইপিং সিট pdf ব্যবহার করে আপনি খুব সহজে বিজয় কি বর্ড দিয়ে বাংলা লিখতে পারবেন। আমাদের আজকের আর্টিকেলের মধ্যে ছিলো বিজয় বাংলা টাইপিং সিট , বিজয় বাংলা স্বরবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা ব্যঞ্জনবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা কার ও ফলা টাইপিং সিট , বিজয় বাংলা যুক্তবর্ণ টাইপিং সিট , বিজয় বাংলা টাইপিং সিট Pdf । আশা করি এইখান থেকে আপনার বাংলা লেখা আরো উন্নত করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url