শিশুর বুকে কফ জমলে কি করা উচিত

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা

শিশুদের জন্মের পর থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তার মধ্যে সব থেকে বেশি যে অসুবিধা হয়ে থাকে সেটি হচ্ছে শিশুদের বুকে কফ জমা। আমরা চিন্তায় পরে যায় কিভাবে শিশুদের কফ জনিত সমস্যা থেকে সুস্থ করা যায়। শিশুদের বুকে কফ জমলে আমাদের কি করা উচিৎ বা শিশুদের বুকে কফ জমলে মায়েদের করনীয় সম্পর্কে আমাদের আজকের এই পোস্ট। আপনার আদরের শিশুর যদি বুকে কফ জনিত সমস্যা হয়ে থাকে, শিশুদের বুকে কফ জমার কারণ, শিশুদের বুকে কফ জমার লক্ষ্মণ ও প্রতিকার সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন।

শিশুর বুকে কফ জমলে কি করা উচিত

শিশুর বুকে কফ এই সমস্যা নিয়ে এবং শিশুর বুকে কফ জমা কিভাবে ঠিক করা যায় এই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট।

ভূমিকা

শিশুদের অনেক সমস্যার মধ্যে সব থেকে বেশি হওয়া সমস্যাটি হলো বুকে কফ জমা। শিশুদের বুকে কফ জমলে সাধারণত কাশি হয়ে থাকে। যার ফলে শিশুদের ঘুমাতে অনেক সমস্যা হয়ে থাকে। কাশি ও কফের কারণে নিঃশ্বাস নিতেও অনেক অসুবিধা হয়। অনেক অভিভাবক না বুঝে ফার্মেসির দোকান থেকে কাশির সিরাপ বা বিভিন্ন ধরনের এন্টিবায়োটিক অষুধ নিয়ে আসে, যা একদমই অনুচিত। এর ফলে শিশুদের আরো ক্ষতি হতে পারে।

শুরুতে ফার্মেসি বা ডাক্তারের শরণাপন্ন না হয়ে আমাদের উচিৎ ঘরোয়া ভাবে শিশুদের এই সমস্যা সমাধান করা চেষ্টা করা। আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করবো শিশুদের বুকে কফ জমলে ঘরোয়া উপায়ে শিশুদের বুকে কফ জমার সমস্যার সমাধান করার। আপনার শিশুর বুকে কফ জনিত সমস্যা ঘরোয়া ভাবে ঠিক করতে চাইলে আমাদের পোস্ট সম্পূর্ণ দেখতে থাকুন

শিশুদের বুকে কফ জমলে কি করা উচিত

শিশু বাচ্চাদের কম বেশি সবারই বুকে কফ জনিত সমস্যা হয়ে থাকে। অতিরিক্ত ঠান্ডা বা অন্য কারণেও শিশুদের বুকে কফ জমতে পারে। তাদের বুকে কফ জমলে তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয় এবং কাশি পর্যন্ত হতে থাকে। শিশুদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের এই পোস্টে করণীয় গুলো তুলে ধরা হলো। শিশুদের বুকে কফ জমলে কি করা উচিত সে সম্পর্কে আলোচনা করা হলো

  • প্রথমে ১ টেবিল চামচ পরিমাণ মৌচা নিবেন, এর সাথে নিবেন ২/১ টি রসুনের কোয়া। এরপর মৌচা ও রসুন সরিষার তেলে ভালোভাবে ভেজে নিন। ভেজে নেওয়া মৌচা ও রসুন একটি কাপড়ে বেধে নিন। কাপড়টি অবশ্যই পাতলা হতে হবে। এরপর আপনার শিশুর বালিশের পাশে রেখে দিন। এর থেকে নির্গত ঘ্রাণ বাষ্প হয়ে আপনার শিশুর নাকে পৌছাবে। এর ফলে শিশুর বন্ধ নাক খুলে যাবে এবং সে নিঃশ্বাস নিতে পারবে।
  • শিশুর বুকে কফ জনিত সমস্যা হবে তাকে খাওয়াতে পারেন রসুন ও টমেটোর স্যুপ। রসুন ও টমেটো দিয়ে এক সাথে এই স্যুপ তৈরি করতে হবে। এটি আপনার শিশুর বুকে কফ জনিত সমস্যা দূর করে দিবে এবং শরীরের পানির চাহিদাও পূরণ করবে।
  • লেবুর রস ও মধুর সাহায্যে আপনার শিশুর কফ জনিত সমস্যা সমাধান করতে পারবেন। হালকা কুসুম গরম পানিতে একটি লেবুর রস মিশিয়ে দিন এবং সাথে দিন ১ চামচ পরিমাণ মধু। মিশ্রণটি ভালোভাবে হয়ে গেলে আপনার শিশুকে খাওয়াতে পারেন। ভালো ফলাফল পাবেন।
  • শিশুর বুকে কফ জনিত সমস্যা হলে চেষ্টা করবেন তাকে প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। পানি হালকা কুসুম গরম করে গোসল করাবেন। এতে করে ওর কফ জনিত সমস্যা আসতে আসতে কমে যাবে।
  • শিশুদের ঠান্ডা জনিত সমস্যা হলে বিভিন্ন ধরনের জীবাণু আক্রমন করে। এর কারণে শিশুরা অবেক দূর্বল হয়ে যায়। এমতাবস্থায় আপনাদের উচিত শিশুদের পর্যাপ্ত বিশ্রামে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন যায়গায় রাখা।
  • আপনার শিশুকে গরম পানির ভাব দিন। এর ফলে আপনার শিশুর বন্ধ নাক খুলে যাবে এবং তাদের বুকের কফ আসতে আসতে কমে যাবে।

শিশুদের বুকে কফ জমলে করণীয় কি

শিশুদের বুকে কফ জমলে ঘরোয়া ভাবে সমাধান করার কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করেছিলাম। এই অংশেও আমরা আলোচনা করবো শিশুদের বুকে কফ জমলে করণীয় কি এই সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুকে কফ জমলে করণীয় কি।

পরিমাণমতো গরম পানির ভাব দেওয়া

আপনার শিশুর যদি বুকে কফ জমে থাকে তাহলে তাকে নিয়মিত গরম পানির ভাব দিন। বুকে কফ জমলে শিশুদের শ্বাস নিঃশ্বাস নিতে অসুবিধা হয়ে থাকে। আমাদের অনেকের ঘরে অতিরিক্ত পরিমাণে আদ্রতা থাকে যার কারণে শিশুদের বুকের কফ সহজে কমে না। শিশু বিশেষজ্ঞদের মতে শিশুদের বুকে কফ জনিত সমস্যা হলে তাদেরকে গরম পানির ভাব দিতে বলেছেন।

প্রথমে একটি পাত্র পরিমাণমতো পানি নিতে হবে এরপর চুলাতে হালকা কুসুম গরম করতে হবে। অবশ্যই যেনো পানি থেকে ভাব উঠে। এরপর আপনার শিশুকে সে গরম পানির ভাব দিতে থাকবেন

মধু খাওয়াতে পারেন

আপনার শিশুর বুকে জমে থাকা কফ ঠিক করার জন্য তুলসি পাতা ও মধুর বিকল্প কিছু নাই। মধু খাওয়ার ফলে বুকে জমে থাকা কফ খুব সহজে গলে যায়। আপনার সন্তানের যদি বুকে কফ জনিত সমস্যা থেকে থাকে তাহলে তাকে নিয়ম করে দৈনিক ৪/৫ বার ১ চাপচ করে মধু খাওয়াতে পারেন। আপনার শিশুর বয়স ১ মাস থেকে ১২ মাস এর মধ্যে হলে তাকে মধু খাওয়ানো থেকে বিরত থাকুন

বেশি বেশি পানি পান করান

বুকে কফ জমলে যেকোন মানুষের শরীরে পানির ঘাটতি দেখা যায়। বুকে কফ জনিত সমস্যা হলে আপনার সন্তানকে বেশি বেশি করে পানি খাওয়াতে পারেন। শরীরে পানির ঘাটতি দেখা দিলে মিউকাস গ্রন্থিতেও তরলের পরিমান কমতে থাকে। তাই শিশুর বুকে কফ জমলে তাকে বেশি বেশি করে পানি পান করতে দিন।

এসেন্সিয়াল অয়েল এর ভাব দিতে পারেন

এসেন্সিয়াল অয়েলের ভাব নিলে শিশুর বুকে জমা থাকা কফ গুলো বের হতে সাহায্য করে। গলা পরিষ্কার করে সব কফ বের করে দেয়। শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে এসেন্সিয়াল অয়েল। কফের কারণে সৃষ্টি হওয়া ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। এই অয়েল ভাব দেওয়ার নিয়ম হচ্ছে আপনার হাতে বা আঙ্গুলে অয়েল লাগিয়ে আপনার শিশুর নাকের কাছে ধরুন। এর ফপে আপনার শিশু শ্বাস নেওয়ার সময় বুকের কফ বের হতে সাহায্য করবে।

শিশুদের বুকে ঘড়ঘড় শব্দ

শিশুদের মধ্যে হওয়া রোগ গুলোর মধ্যে আর একটি হলো বুকে ঘড়ঘড় শব্দ করা। এই সমস্যাটি শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদি ধরে রোগ গুলোর মধ্যে একটা। শিশুদের বুকে ঘড়ঘড় হওয়ার মূল কারণ হলো শিশুদের শ্বাসনালিতে ভাইরাস সংক্রমণ করলে তাদের শ্বাসনালি সংকোচিত হয়ে যায়। যার কারণে শিশুদের মধ্যে এই ঘড়ঘড় ভাব দেখা যায়। এই সমস্যাটির চিকিৎসা যথাসময়ে না করলে পরবর্তীতে এটি অ্যাজমার রুপ ধারণ করে।

শিশুদের বুকে ঘড়ঘড় হওয়াকে ইংরেজিতে বলা হয় হুইজিং। বুকে ঘড়ঘড় করলে যে অ্যাজমা হয়েছে এমন কিন্তু না। ফুসফুসের চেক-আপ ও এলার্জির পরিক্ষা করে যদি তা হয় তাহলে ঔষুধ বা ভ্যাকসিন এর মাধ্যমে এর সমাধান করা যায়। বর্তমানে এলার্জি ও অ্যাজমার সমস্যা খুব সহজে দূর করা যায়। তাই আপনার শিশুর বুকে ঘড়ঘড় হলে তাহলে সেটা পুষে না রেখে ডাক্তারের শরণাপন্ন হবে। ডাক্তারের পরামর্শ ব্যাতিত কোন কাজ করবেন না বা কোন অষুধ খাওয়াবেন না।

অধ্যাপক ডাঃ এ.কে.এম মোস্তফা হোসেন

এমবিবিএস, ডিটিসিডি, এমডি (চেষ্ট),

এফআরসিপি (এডিন), এফসিসিপি (আমেরিকা),

এফডব্লিউএইচও (ব্যাংকক)।

মেডিসিন, বক্ষব্যাধি ও এ্যাজমা বিশেষজ্ঞ।

পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপাতাল, ঢাকা (প্রাক্তন)

বিভাগীয় প্রধান, রেসপিরেটরী মেডিসিন (বক্ষব্যাধি মেডিসিন)

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা (প্রাক্তন)

কনসালট্যান্ট, ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।

চেম্বার:

মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিঃ

মালিবাগ শাখা, ঢাকা।

হোসাফ টাওয়ার ৬/৯, আউটার সার্কুলার রোড,

মালিবাগ মোড়, ঢাকা-১২১৭

রোগী দেখার সময়:

বিকাল ৫.০০টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত।

ফোনঃ ০২-৮৩৩৩৮১১, ৮৩৩৩৮১২, ৮৩৩৩৮১৩

হটলাইনঃ ০১৭৯০-১১৮৮৫৫, ০১৭৯০-১১৮৮৬৬

শিশুদের গলায় কফ আটকে থাকার কারণ

শিশুদের গলায় কেন কফ আটকে থাকে সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা। আমরা এখন জানব কেন শিশুদের গলায় কফ আটকে থাকে গলায় কফ আটকে থাকার কারণ। আপনার শিশুর যদি কয়েকদিন যাবত ধরে শুকনো কাশি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার শিশুর বুকে কপ জমে আছে।

ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ জনিত কারণ:- ব্যাকটেরিয়ার ও ভাইরাস সংক্রমণ শিশুদের জন্য মারাত্মক একটি ব্যাধি। শিশুদের কোন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ করলে তার গলায় এবং বুকে কফ জমে যায়।

এলার্জি জনিত সমস্যা:- আপনার শিশুর যদি এলার্জিজনিত সমস্যা থেকে থাকে তাহলে ধরে নিবেন আপনার শিশুর বুকে বা গলায় কফ জমে আছে। দ্রুত চিকিৎসকের নিকট শরণাপন্ন হন।

সিওপিডি:- ফাইবোসিস সিসটিক এর কারণে আপনার শিশুর বুকে গলায় কফ জমে থাকতে পারে

হাঁপানি:- আপনার শিশুর যদি হাঁপানি জনিত কোন সমস্যা দেখতে পান তাহলে বুঝে নিবেন আপনার শিশুর কফ জনিত সমস্যা দেখা দিচ্ছে।

রায়হান আইটির শেষ কথা

সাধারণত কোন প্রাপ্তবয়স্ক মানুষের যদি কফ জনিত সমস্যা হয়ে থাকে তাহলে বুঝা যায় এ রোগটি কত কষ্টকর। আপনার শিশুটি ও ঠিক তেমনি কষ্ট নিয়ে দিন পার করতেছে। তাই শিশুর যদি এই ধরনের কোন সমস্যা দেখেন তাহলে দ্রুত কোন ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার সন্তানের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন। আমাদের পোস্টে উল্লেখ করা আছে শিশুদের বুকে কফ জমলে কি করা উচিত এবং আরো উল্লেখ করা আছে যে ঘরোয়া ভাবে কিভাবে শিশুদের বুকের কফ দূর করা যায়। আমাদের আজকের পোস্ট বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে দিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url