রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল । রাজশাহীর জনপ্রিয় খাবার হোটেল

আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা

রাজশাহীতে ঘুরতে যাওয়ার পর আমাদের খাবারের প্রয়োজন হয়ে থাকে। রাজশাহীতে রয়েছে অনেক গুলো বিখ্যাত খানার হোটেল। যেগুলোতে খাবার পরিবেশন অনেক সুন্দর ভাবে করা হয়ে থাকে। খাবারের মান অনেক ভালো হয়ে থাকে এইসব হোটেলে। আমাদের আজকের এই পোস্টে থাকছে রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল ও রাজশাহী রেস্টুরেন্টের তালিকা। 

রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল

বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে রাজশাহী অনেক এগিয়ে থাকবে বাকি জেলা গুলো থেকে। এই রাজশাহী নগরীতে রয়েছে বিখ্যাত সব খাবার হোটেল ও রেস্টুরেন্ট। প্রত্যেক রেস্টুরেন্টে রয়েছে তাদের নিজস্ব সব খাবারের তালিকা।আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল ও রেস্টুরেন্টের তালিকা সম্পর্কে।  তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট।

ভূমিকা

যারা রাজশাহীর বিখ্যাত খাবার হোটেলের সন্ধান করতেছেন তাদের জন্য আজকের এই পোস্ট। এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে চলেছেন রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল এবং বিখ্যাত রেস্টুরেন্টের নাম সমূহ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই পোস্ট।

রাজশাহী রেস্টুরেন্টের তালিকা

মাস্টারশেফ বাংলা:- রাজশাহী রেস্টুরেন্টের তালিকার প্রথমে আসে মাস্টারশেফ বাংলা রেস্টুরেন্ট। মাস্টারশেফ বাংলা রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে লক্ষীপুর মোড়ে। এই রেস্টুরেন্টে আপনি অনেক সুস্বাদু খাবার পেয়ে যাবেন যেমন, গরুর মাংস, হালিম, নান, গ্লিল, মগলাই ইত্যাদি আইটেম।

নানকিং:- নানকিং রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে লক্ষিপুর থেকে একটু সামনে সিএন্ডবি তে অবস্থিত। এই রেস্টুরেন্টটি অনেক বছের পুরাতন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। এতো বছর পর্যন্ত তারা সুনামের সাথে এই ব্যবসা পরিচালনা করে আসতেছে। এই রেস্টুরেন্টের খাবার গুলো হলো, ফ্রাইড রাইস, চিকেন ইত্যাদি।

মাস্টারশেফ চাইনিজ:- মাস্টারশেফ চাইনিজ রেস্টুরেন্টটি চালু করা হয় ২০১১ সাল থেকে। এই রেস্টুরেন্টের অবস্থান রাজশাহী শহরের অলকার মোড়ে। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলো হলো হায়দ্রাবাদ বিরিয়ানি, কাশ্মিরি নান, গ্রিল সহ আরো ভিন্ন ধরনের আইটেম।

গ্রান্ড রিভার হোটেল:- এই রেস্টুরেন্ট এর অবস্থান হচ্ছে রাজশাহীর সি এন্ড বি থেমে সামান্য একটু সামনে এই রেস্টুরেন্ট এর অবস্থান। এই রেস্টুরেন্টে ইন্ডিয়ান ও বাংলা খাবার এর আইটেম পাওয়া যায়। ইন্ডিয়ান খাবার গুলোর মধ্যে রয়েছে হায়দ্রাবাদ বিরিয়ানি এবং বাংলা খাবার গুলোর মধ্যে রয়েছে বোয়াল, ইলিশ, ভাত, বিভিন্ন ধরনের মাংস ইত্যাদি। 

কাচ্চি ভাই:- বাংলাদেশের বিভিন্ন যায়গায় কাচ্চি ভাই রেস্টুরেন্ট এর অবস্থান। রাজশাহীতেও রয়েছে এর আউটলেট, এইখানে বিরিয়ানির বিভিন্ন আইটেম এর খাবার পাওয়া যায়। এর অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়। বিরিয়ানির পাশাপাশি এইখানে আরো পাওয়া যায় বাদামের শরবত, বোরহানি।

হাংরি হিরো:- হাংরি হিরো রেস্টুরেন্টের অবস্থান রাজশাহী শহরের রানীবাজারের শহীদুল্লাহ্ টাওয়ারে। এই রেস্টুরেন্ট এর জনপ্রিয় খাবার গুলো হলো গার্লিক, চিজ, বার্বিকিউ, নাগা ও বিভিন্ন ধরনের বার্গার আইটেম।

কোড থ্রি:- কোড থ্রি রেস্টুরেন্ট এর অবস্থান রাজশাহী শহরের রাণীবাজারে। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলোর মধ্যে রয়েছে কালো ভূনা, মিক্সড চিকেন ললিপপ, পাস্তা এবং রয়েছে স্যান্ডউইচ এর মত আইটেম।

ক্যালিস্ট্যে:- এই ক্যালিস্ট্যে রেস্টুরেন্টটিও রাজশাহী শহরের রাণীবাজার এলাকায় অবস্থিত। এই রেস্টুরেন্টের জনপ্রিয় খাবার গুলোর মধ্যে রয়েছে স্যান্ডউইচ, চিপস আইটেম ও চিকেন গ্রিল এর মত আইটেম সমূহ।

হাইড ডাউট ক্যাপে:- এই ক্যাপেতে রয়েছে চাওমিন, ক্রিমি চিকেন, ফ্রাইড রাইস ইত্যাদি আইটেম সমূহ। এই ক্যাপের বর্তমান অবস্থান নিউমার্কেট এলাকার সুলতানাবাদে।

রাজশাহীর ভালো রেস্টুরেন্ট

Backyard Kitchen (ব্যাকইয়ার্ড কিচেন):- Backyard Kitchen এর অবস্থান রাজশাহী শহরের বটতলায় অবস্থিত। এই রেস্টুরেন্টে পাওয়া যায়, পিজ্জা আইন, BBQ, ডেরিসাই পিজ্জা, ওভেন বেক পাস্তা ইত্যাদি আইটেম সমূহ। এইখানে আরো পাওয়া যায় খাবারের বিভিন্ন আইটেম সমূহ।

মাইডাস:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের সুলতানাবাদে। এইখানকার জনপ্রিয় খাবার গুলো হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, থাই স্যুপ, চিকেন ফ্রাই ও চিকেন মাসালা। রাজশাহীর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট।

নর্থ বার্গ:- নর্থ বার্গ রেস্টুরেন্টের বর্তমান অবস্থান সাগরপাড়ার রেশমপট্টিতে। খুব সহজে রাজশাহী শহর থেকে এই রেস্টুরেন্টে যাওয়া যায়ম এইখানের জনপ্রিয় খাবার গুলো হলো মমো, মেন্টারিয়ান, চাওমিন, বার্গার সহ আরো ভিন্ন ধরনের আইটেম সমূহ। এইখানে আরো পাওয়া যায় ফ্রাইড রাইসের আইটেম সমূহ।

রিভারভিউ রেস্টুরেন্ট:- রিভারভিউ রেস্টুরেন্টটির অবস্থান রাজশাহী শহরের পদ্মা গার্ডেনে। এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।

গার্ল হাউজ:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী-ঢাকা হাইওয়ে কাজলার মোড়ে।

টেস্টি-পেস্টি রেস্টুরেন্ট অ্যান্ড থিম পার্ক:- এই রেস্টুরেন্টটি রাজশাহী শহরের বিভিন্ন যায়গায় রয়েছে। রাজশাহীর বড় বড় বাজার গুলোতে এই রেস্টুরেন্টের শাখা পেয়ে যাবেন।

রিফ্রেশমেন্ট:- রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টের অবস্থান রাজশাহীর সাহেব বাজার গণকপাড়ায়।

রাজশাহীর বিখ্যাত খাবার হোটেল 

দা গ্র‍্যান্ড ডাইন:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়। এইখানে হরেক রকমের খাবার পাওয়া যায়।

ফ্লেভাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট:- ফ্লেভাস ক্যাফে রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের একটু পাশে।

চিলিস থাই অ্যান্ড চাইনিজ:- এই থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায়।

মুনলাইট চাইনিজ রেস্টুরেন্ট:- এই চাইনিজ রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান জিরো পয়েন্ট থেকে একটু সামনে পদ্মা গার্ডেন রোডের পাশে।

দ্যা হাউজ আউট ক্যাফে:- দ্যা হাউজ আউট ক্যাফে রেস্টুরেন্টেটির অবস্থান রাজশাহীর নিউমার্কেট এলাকায়।

ধানসিঁড়ি বাংলা রেস্তোরাঁ:- ধানসিঁড়ি বাংলা রেস্তোরার বর্তমান অবস্থান হচ্ছে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের পাশে।

হেঁশেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট:- এই রেস্টুরেন্টের অবস্থান হচ্ছে কোটাপুকুর মোড় চন্দ্রিমাতে।

১৩ (তেরো) পার্বন:- ১৩ পার্বন রেস্টুরেন্টটির বর্তমান অবস্থান হচ্ছে রাজশাহী ভদ্রার মোড়ের পদ্মা আবাসিক রোডে।

সেফ গার্ডেন রেস্টুরেন্ট:- সেফ গার্ডেন রেস্টুরেন্টটির অবস্থান রাজশাহী শহরের নিউমার্কেট এলাকায়।

রাজশাহীর হোটেল তালিকা

রহমানিয়া হোটেল:- রহমানিয়া হোটেলের অবস্থান রাজশাহী শহরের গণকপাড়ায়। এই হোটেল প্রথন চালু করা হয় ১৯৪৭ সালে। এই হোটেলটি বিখ্যাত এর গরুর মাংসের রেসিপির জন্য।

মেমোরি হোটেল:- মেমোরি হোটেল এর বর্তমান অবস্থান রাজশাহী শহরের জিরো পয়েন্ট এলাকায়। এই হোটেলটি যাত্রা শুরু করে ২০০০ সালের দিকে। এইখানে মূলত পাওয়া যায় ভাত, গরুর মাংস, মুরগির মাংস ইত্যাদি আইটেম। সন্ধ্যার দিকে গেলে এইখানে বিভিন্ন ভাজাপোড়া আইটেম পেয়ে যাবেন।

অতিতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট:- এই রেস্টুরেন্টের বর্তমান অবস্থান রাজশাহী শহরের ভদ্রার মোড়ে।

বিদ্যুৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট:- এই হোটেলের বর্তমান অবস্থান রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের পাশে।

জাফরান রেস্তোরাঁ:- এই রেস্তোরাঁর অবস্থান হচ্ছে তালাইমারি বাজার পিডিপি অফিসের অপর পাশে।

একতা হোটেল:- একটা হোটেল এর বর্তমান অবস্থান রাজশাহী শহরের কাটাখালি রাজতিলক সিনেমা হলের পাশে।

অবশেষে লেখকের মতামত

আমাদের আজকের পোস্টে উল্লেখ করা হোটেল, রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ ব্যাতিত আরো অনেক হোটেল-রেস্টুরেন্ট রাজশাহী শহরে রয়েছে। আমাদের অন্য কোন পোস্টে রাজশাহীর বিখ্যাত সব খাবার হোটেল সম্পর্কে আলোচনা করবো। এই হোটেল, রেস্টুরেন্ট গুলো থেকে আপনারা ভালো মানের খাবার খেতে পারবেন। যারা রাজশাহীতে ঘুরতে যাবেন রাজশাহীর স্থানীয় লোক এই হোটেল গুলো ভিজিট করতে পারেন এবং এখানকার মুখরোচক খাবার গুলো খেয়ে দেখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url