সকল প্রকার বিপদ থেকে রক্ষার দোয়া ও আমল
কালোজিরার উপকারিতা ও খাওয়ার নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন আর্টিকেল নিয়ে আসার জন্য। প্রতিদিনের মত আজকেও নিয়ে আসলাম নতুন একটা আর্টিকেল নিয়ে। আমাদের আর্টিকেলের আজকের বিষয় সকল প্রকার বিপদ থেকে রক্ষার দোয়া ও আমল।
সকল প্রকার বিপদ থেকে রক্ষার দোয়া ও আমল |
আমাদের জীবন বিভিন্ন ধরনের বিপদ চলে আসতে পারে। যেকোন মুহুর্তে আমাদের বিপদের সম্ভাবনা থাকে। এইসব বিপদ আপদ থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হয়। বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহ তায়া’লা। বিপদে আল্লাকে সরণ করতে হয়। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কোর-আন এবং হাদিসে বিভিন্ন ধরনের দোয়া আমল রয়েছে। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সেসকল দোয়া ও আমল সম্পর্কে জানতে পারবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আর্টিকেল।
বিপদ কখন আসে | বিপদ আসার কারণ
মানুষের জীবনে অনেক কারণে বিপদ আসতে পারে। আমাদের চলার পথে বিভিন্ন রকমের বিপদ-আপদ চলে আসে। আমরা মুসলিম, আল্লাহ তায়া’লা আমাদের ঈমানের পরিক্ষা করার জন্য বিপদ দিয়ে থাকেন। কিছু বিপদ আসে আমাদের কল্যাণের জন্য, আবার কিছু বিপদ আসে অকল্যাণের জন্য। আল্লাহ তায়া’লা মুমিন ব্যক্তিদের বিপদ দেন, আমার দোয়া এবং আমল করার মাধ্যমে সব বিপদ থেকে রক্ষা করেন।আপনি কোন কিছু করার আগে দেখবেন আপনার সে বিষয়ের কারণে বিপদ এর দেখা দিচ্ছে। ঘাবড়ানোর কিছুই নেই আল্লাহ তায়া’লা আপনাকে পরিক্ষা করতেছেন।
মানুষরা বিভিন্ন সময় পাপ কাজে জড়িয়ে থাকে। মানুষের এই পাপ কাজ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাদের উপর বিপদ এর কারণ নিয়ে আসেন।আমাদের ঈমানকে শক্ত এবং মজবুত করার জন্য আল্লাহ তায়া’লা আমাদের কাছে বিপদের কারণ নিয়ে আসেন। আমরা যারা ইসলাম ধর্ম পালন করি তাদের ঈমানকে শক্ত করার জন্য আল্লাহ বিপদ দিয়ে থাকেন।কোন ব্যক্তির মর্যাদা বৃদ্ধির আগে আল্লাহ তার কাছে বিপদ এর কারণ নিয়ে আসেন। বিপদ আসলে ঘাবড়ানোর কিছুই নেই, আল্লাহ বিপদ দিয়েছেন আবার দোয়া এবং আমল এর মাধ্যমে আল্লাহ নিজেই এই বিপফ থেকে রক্ষা করবেন।পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে থাকে (নাউজুবিল্লাহ), সেসব মানুষদের উপর আল্লাহ বিপদ দেওয়ার মাধ্যমে তাদের কষ্ট দিয়ে থাকেন।
৭০ টি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া ও আমল
আমাদের জীবনে অনেক রকমের বিপদ এসে থাকে। এই বিপদ গুলো আমরা গুনে শেষ করতে পারবো না। আমাদের পবিত্র কোর-আন শরীফে অসংখ্য দোয়া রয়েছে। যেগুলোর মাধ্যমে আমরা সকল ধরনের বিপদ থেকে রক্ষা পাবো। ৭০ টি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তায়া’লা একটা দোয়া দিয়েছেন। এই দোয়া পড়ে আমল করার মাধ্যমে আমরা ৭০ টি বিপদ থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করার মাধমে আমরা ৭০ রকমের বিপদ-আপদ থেকে রক্ষা পাবো।
আরবি উচ্চারণ:- لا إله إلا الله وحده لا شريك له، لاهول الملك والله حمد يوهي، وأنا ميتو بيدهيل خير، أوهوا على كولي شاين قادر
বাংলা উচ্চারণ:- "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলক, ওয়ালাহুল হামদ, ইউহই ওয়া-ই মিতু, বিয়াদিহিল খাইর, ওহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির"
বাংলা অর্থ:- "আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, সার্বভৌমত্ব একমাত্র তারই, সব প্রশংসা তার জন্য, তিনি জীবন এবং মৃত্যু দান করেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান"
সকল ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া
আমাদের পবিত্র কোর-আন শরীফে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ধরনের দোওয়া ও আমল রয়েছে। আমরা অনেক সময় ভূলে যায় কোন বিপদে আমরা কোন দোয়াটি পড়বো। ইতোমধ্যে আমরা ৭০ টি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটি দোওয়া এবং আমল শেয়ার করেছি। আমরা এখন আলোচনা করবো আমাদের সকল ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া ও আমল।
আরবি উচ্চারণ:- اللهمّ إني أوجوبيكا منال الهامي والحزني، وأوبيكا من العزّي والكسالي، وأوبيكا منال بخلي والجبني، وأوبيكا من دالايد دايني، وقاهري ريزال.
বাংলা উচ্চারণ:- "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন দ্বালায়িদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল"
বাংলা অর্থ:- "হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা-ভাবনা, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে। অধিক ঋণ থেকে এবং দুষ্টু লোকের প্রাধান্য থেকে"
কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া ও আমল
ইতোমধ্যে আমাদের আজকের আর্টিকেলে আমরা কয়েকটি বিপফ থেকে রক্ষা পাওয়ার দোয়া ও আমল সম্পর্কে জানতে পেরেছি। মানুষের জীবনে এর থেকেও বেশি কঠিক বিপদ এসে থাকে। এই কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তায়া’লা আমাদের জন্য দোয়া ও আমল বলে দিয়েছেন। আমাদের আর্টিকেলের এই অংশে জানাবো কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া ও আমল। নিচে দোয়া টি পাঠ করলে আপনার যেকোন কঠিন বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন।
আরবি উচ্চারণ:- اللهمّ إني أسالوكال أفياتا في ديني ودنيا، وآهلي ولمالي، اللهوماستر أوراتي وامين رواتي، اللهمافازني من بيني يدايا ومن خلفى وياميني وان شيمالي ومن فوقي واوجوبيكا بيزماتيكا أن أغتالا من تاهتي
বাংলা উচ্চারণ:- "আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফি দ্বীনি ওয়া দুনইয়া-য়া, ওয়া আহলি ওয়ামালি আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়ামিন রাওআতি আল্লাহুম্মাহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউজুবিকা বিআজমাতিকা আন আগতালা মিন তাহতি।"
বাংলা অর্থ:- আমি আপনার কাছে দিন, দুনিয়া, পরিবার ও ধনসম্পদের নিরাপত্তা কামনা করছি। আমার সকল দোষ এবং ত্রুটি গোপন রাখুন। আমার ডানে-বামে, উপরে-নিচে সবদিকে রক্ষা করুন। আমি আপনার কাছে আপনার মহত্বের উসিলায় আমার নিজ দিকে গুম হয়ে হয়ে যাওয়া থেকে আশ্রয় কামনা করছি।
আরো পড়ুনঃ কোন সূরা পড়লে টেনশন দূর হয়
বিপদের সময় রাসুল (সাঃ) এর কার্যকারী তিনটি দোয়া
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বিপদের সময় ৩ টি দোয়া বেশি বেশি করে পড়তেন। আমরা এই দোয়া গুলো আমাদের যেকোন বিপদে পাঠ করতে পারবো। দোয়া গুলো পড়লে এবং এমল করলে আমাদের বিপদ গুলো কেটে যাবে।
প্রথম দোয়া:-
আরবি উচ্চারণ:- اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
বাংলা উচ্চারণ:- আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ
বাংলা অর্থ:- "হে আল্লাহ, তুমিই আমার একমাত্র প্রভু। আমি তোমার সাথে কাউকে শরিক করিনা"
দ্বিতীয় দোয়া:-
আরবি উচ্চারণ:- لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ
বাংলা উচ্চারণ:- "লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ"
বাংলা অর্থ:- "আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই এবং তিনি ছাড়া আর কেউ ক্ষমতার অধিকারী নহে"
তৃতীয় দোয়া:-
আরবি উচ্চারণ:- حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ
বাংলা উচ্চারণ:- "হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির"
বাংলা অর্থ:- "আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী"
আরো পড়ুনঃ বাংলাদেশের যেকোন ব্যাংক বন্ধ করার নিয়ম
বিপদ থেকে রক্ষা পাওয়ার সব থেকে সহজ দোয়া
আমরা ইতোমধ্যে কয়েকটি বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া সম্পর্কে জেনেছি। আমরা যখনই বিপদের মধ্যে পড়ি এই দোয়া গুলো পড়লে এবং আমল করলে বিপদ থেকে খুব সহজে মুক্তি পাওয়া যাবে। আমাদের আর্টিকেলের এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা করবো বিপদ থেকে রক্ষা পাওয়ার সব থেকে সহজ উপায় সম্পর্কে। এই দোয়া পাঠ করলে বিপদ থেকে ইনশাআল্লাহ খুব সহজে মুক্তি পাবেন। দোয়াটি হলো:-
আরবি উচ্চারণ:- اللهمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلَاءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ
বাংলা উচ্চারণ:- "আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাহদিল বালা-ই, ওয়া দারাকিশ শাকা-ই, ওয়া সু-ইল কদা-ই, ওয়া শামাতাতিল আ‘দা-ই"
বাংলা অর্থ:- "হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই- কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে" (বুখারি, হাদিস : ৬৩৪৭; মুসলিম, হাদিস : ২৭০৭)
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া সম্পর্কে। আমরা অনেকেই এই বিপদের দোয়া গুকো সম্পর্কে জানি না। যার কারণে বিপদে পড়লে কি থেকে কি করবো বুঝে উঠতে পারি না। আশা করি আমাদের আজকের রি আর্টিকেল পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া গুলো সম্পর্কে জেনে যাবেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারবেন।
রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url