আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম
পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম জেনে নিন
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমরা অনেকেই আজওয়া খেজুর কি সেটা জানি। আমরা কি জানি আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে? আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো আজওয়া খেজুর খাবার ৩০টি কার্যকারী উপকারীতা ও খাবার নিয়ম সম্পর্কে।
আজওয়া খেজুর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রিয় একটি খাবার ছিলো। এই আজওয়া খেজুর খাওয়ার ফলে আমরা অনেক ধরনের উপকার পেয়ে থাকি। আজ আমরা আজওয়া খেজুর খাওয়ার উপকারিতা সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল আজওয়া খেজুর সম্পর্কিত।
আজওয়া খেজুরের ইতিহাস
আজওয়া খেজুরের ইতিহাস অনেক পূরনো ইতিহাস। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর যুগ থেকে আজওয়া খেজুরের প্রচলন। আজওয়া খেজুরের ইতিহাস জানতে হলে আগে জানতে হবে একজন সাহাবীর কথা। উনার নাম ছিলো সালমান ফারসি। তখন তিনি সাহাবী ছিলেন না। তিনি ছিলেন এক ইহুদীর কৃতদাস। সে ইহুদী ছিলো অনেক অত্যাচারী একজন শাষক। সে ইহুদী সালমান ফারসি কে দিয়ে কঠিনতম কাজ করিয়ে নিতো। তার উপর অত্যাচার এবং জুলুম করতো।
সে ইহুদির হাতে অত্যাচারিত হয়ে তার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলো। তখন সে ইহুদি সাহাবী সালমান ফারসিকে একটি আজওয়া খেজুরের বীজ দিলেন এবং বললেন তুমি যতদিন এই গাছ থেকে ফল ফলাতে পারবে না ততদিন তুমি মুক্তি পাবে না। যেদিন এই গাছ থেকে ফল পাওয়া শুরি হবে সেদিন থেকে তোমার মুক্তি।
আজওয়া খেজুরের বীজ রোপণ করার আগে তাকে সে গাছের বীজ সংগ্রহ করার প্রয়োজন ছিলো। কিন্তু তার কাছে সে বীজ কেনার জন্য যথেষ্ট পরিমাণে স্বর্ন ছিলো না। সেজন্য তিনি রাসুলুল্লাহ (সঃ) এর নিকট আসলেন। তিনি রাসুলুল্লাহ (সঃ) কে বিস্তারিত খুলে বললেন এবং রাসুলুল্লাহ (সঃ) তাকে ৪০ আউন্স স্বর্ন দিলেন এবং আশ্বস্ত করলেন এই ব্যাপারে।
অতঃপর সাহাবী সালমান ফারসি তার মালিকের কাছ থেকে সে বীজ সংগ্রহ করলেন এবং রাসুলুল্লাহ (সঃ) এর কাছে বীজ গুলো নিয়ে আসলেন। তিঁনি দেখলেন সব বীজ নষ্ট হয়ে গেছে যেগুলো থেকে গাছ জন্মানো অসম্ভব। তবুও রাসুলুল্লাহ (সঃ) সালমান ফারসি কে নিয়ে খেজুরের বাগানে গেলেন।
সাহাবী সালমান ফারসিত হাতে বীজ গুলো দিয়ে বললেন, তুমি এই বীজ গুলো রোপণ করতে করতে সামনের দিয়ে এগিয়ে যাবে। তিঁনি আরো বললেন তুমি যতক্ষন পর্যন্ত এই বীজ গুলো লাগানো শেষ করবে না ততক্ষন পর্যন্ত পিছনে তাকাবে না। বীজ রোপণ সম্পুর্ন করার পর যখন সাহাবী সালমান ফারসি পিছনে তাকিয়ে দেখলেন সম্পূর্ণ খেজুর বাগান গাছে ভরে গেছে এবং সেখান থেকে খেজুর ধরা শুরু করছে। সুবাহানাল্লাহ।
আজওয়া খেজুর চেনার উপায় কি
আমরা এখন জানবো আজওয়া খেজুর চেনার উপায় কি। আমরা অনেকি ভালো আজওয়া খেজুর কিনতে পারি না। কারণ আজওয়া খেজুর সম্পর্কে বিস্তারিত না জানার কারণে। আমাদের না জানার ফলে আমরা নকল আজওয়া খেজুর কিনে ফেলি, যেগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজওয়া খেজুর চেনার উপায় গুলো।
আজওয়া খেজুর চেনার প্রধান উপায় হলো এর রঙ। আজওয়া খেজুরের রঙ সাধারণত কুচকুচে কালো হয়ে থাকে। আজওয়া খেজুর সাধারণত বড় বড় হয়ে থাকে আবার ছোট আজওয়া খেজুরও রয়েছে। শুরুতে দেখে নিবেন আজওয়া খেজুরের রঙ কালো কিনা এরপর দেখবেন এইটার সাইজ কতটুকু। যদি দেখেন এইটার রঙ লালচে তাহলে এইটা আসল আজওয়া খেজুর না, সাইজে বড় ছোট সমস্যা নাই। আজওয়া খেজুর চেনার প্রধান উপায় হচ্ছে এই রঙ।
আজওয়া খেজুরের বর্তমান দাম
এখন আমরা জানবো আজওয়া খেজুরের বর্তমান মূল্য সম্পর্কে। আজওয়া খেজুরের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে স্থান অনুযায়ী। এর দাম উঠানামার মধ্যে থাকে, অর্থাৎ কখনো বেশি বা কখনো কম থাকে। নির্দিষ্ট করে আজওয়া খেজুরের দাম বলা যায় না। সঠিকভাবে বলা সম্ভব হয় না আজওয়া খেজুরের বর্তমান দাম সম্পর্কে। তবুও আপনাদের জন্য বিভিন্ন যায়গা থেকে তথ্য সংগ্রহ এর মাধ্যমে আপনাদেরকে আজওয়া খেজুরের দাম সম্পর্কে বলবো।
আজওয়া খেজুরের বর্তমান মূল্য ৮০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। এর চাহিদা অনুযায়ী দামের তারতম্য দেখা যায়। চাহিদা বেশি থাকলে দাম বেশি থাকবে আবার চাহিদা কম থাকলে এর দাম কমে যায়। আজওয়া খেজুরের উপকারিতা বেশি তাই এই খেজুরের এতো দাম হয়ে থাকে। আশা করি আপনারা আজওয়া খেজুরের বর্তমান দাম সম্পর্কে বুঝতে পেরেছেন।
আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম
এখন আমরা জানবো আজওয়া খেজুর খাওয়ার ৩০ টি উপকারিতা সম্পর্কে। আজওয়া খেজুর অবেক মিষ্টি হয়ে থাকে। এইটার গুনগত মান অনেক। আজওয়া খেজুর খাওয়ার ফলে মানুষের অনেক উপকার হয়ে থাকে। নিয়মিত আজওয়া খেজুর খাওয়ার ফলে আমাদের অনেক উপকার হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা সম্পর্কে।
১) যেকোন বিষক্রিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে
২) শরীরের হাড় মজবুত করতে সাহায্য করে
৩) হৃদরোগ জনিত সমস্যা দূর করে থাকে
৪) স্নায়বিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে
৫) আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে
৬) হৃদরোগের ঝুঁকি কম হয়ে থাকে
৭) আমাদের লিভার এবং পাকস্থলী সুস্থ রাখতে সাহায্য করে
৮) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে
৯) আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে
১০) চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে
১১) এজমা জনিত সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে
১২) পেটের গ্যাস জনিত সমস্যা দূর করে থাকে
১৩) কফ ও কাঁশি জনিত সমস্যা নিরাময় করতে সাহায্য করে
১৪) আমাদের মুত্রথলির সমস্যা দূর করতে সাহায্য করে
১৫) জ্বর নিরাময় করতে সাহায্য করে থাকে
১৬) কণ্ঠনালীতে ব্যাথা হলে সেটা কমাতে সাহায্য করে
১৭) শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করতে ব্যপকভাবে ভূমিকা রাখে
১৮) মেয়েদের জরায়ুর মাংসপেশি সংকোচিত করতে সাহায্য করে
১৯) ক্যান্সার প্রতিরোধে ব্যপকভাবে ভূমিকা রাখে
২০) ফুসফুসের রোগ নিরাময় করতে সাহায্য করে
২১) কোলেস্টেরল থেকে মুক্ত রাখ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে
২২) কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে
২৩) আমাদের রক্তক্ষরণ জনীত সমস্যা নিরাময় করে
২৪) শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য কর
২৫) চুল ভালো রাখতে সাহায্য করে
২৬) নখ ও দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করে
২৭) পুরুষের শুক্রাণু বৃদ্ধিতে সাহায্য করে
২৮) কিডনির পাথর কমাতে সাহায্য করে
২৯) বিভিন্ন ধরনের প্রদাহ জনিত সমস্যা দূর করে থাকে
৩০) গর্ভবতী মায়েদের পুষ্টি জনিত সমস্যা দূর করে থাকে
আশা করি আপনারা আজওয়া খেজুরের ৩০ টি উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন। আজওয়া খেজুর খাওয়ার এইগুলো হলো উপকারিতা। আপনারা চেষ্টা করবেন নিয়মিত আজওয়া খেজুর খাওয়ার জন্য। প্রতিদিন খেতে না পারলেও একটা নির্দিষ্ট সময় পর পর খাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার উপরের যেকোন সমস্যা দূর করতে সাহায্য করবে আজওয়া খেজুর। এই ছিলো আজওয়া খেজুর খাওয়ার ৩০ টি উপকারিতা।
আজওয়া খেজুর সম্পর্কে সুন্দর একটি হাদিস
আজওয়া খেজুর সম্পর্কিত অনেক হাদিস পাওয়া যায়। আজওয়া খেজুরের হাদিস গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। একদা রাসুলুল্লাহ (সঃ) এর কাছে এক সাহাবি আসলেন উনার হৃদরোগ জনিত সমস্যা নিয়ে। রাসুলুল্লাহ (সঃ) তাকে আজওয়া খেজুর খাওয়ার জন্য বলছিলেন। এরপর তিনি হৃদরোগ জনিত সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন।
রাসুলুল্লাহ (সঃ) আরো বলছেন, যে ব্যাক্তি সকাল বেলা আজওয়া খেজুর খেয়ে ঘর থেকে বের হবে তাহলে সে ব্যাক্তিকে কোন জাদু টোনা এবং কোম বিষ তাকে ক্ষতি করতে পারবে না। যেকোন বিষক্রিয়া থেকে সে মুক্তি পাবে।
আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো আজওয়া খেজুর খাওয়ার জন্য। আজওয়া খেজুরের অনেক গুন পাওয়া যায়, যার কারণে আমাদের নিয়মিত আজওয়া খেজুর খাওয়া প্রয়োজন।
আমাদের শেষ কথা
আশা করি আজওয়া খেজুর সম্পর্কিত আজকের এই পোস্ট আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের এই আর্টিকেল আজওয়া খেজুর খাওয়ার ৩০টি কার্যকারী উপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আমরা আরো আলোচনা করেছি আজওয়া খেজুরের বর্তমান দাম ও আজওয়া খেজুর চেনার উপায় কি সে সম্পর্কে। আমাদের লিস্টে আরো ছিলো আজওয়া খেজুরের ইতিহাস এবং আজওয়া খেজুর সম্পর্কে সুন্দর একটি হাদিস। আল্লাহ হাফেজ।
রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url