অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৪
খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা ও অপকারিতা
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত আমাদের সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কারণ এইখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।
আজকের পোষ্টে আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। এখন টিকিট কাটতে আপনাকে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা, ঘরে বসেই আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট কাটতে পারবে। আমি আজকের এই পোস্টের মাধ্যমে দেখাবো কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পোস্ট।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার সাইট
- আপনার ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার খুলুন।
- সার্চবারে ক্লিক করে টাইপ করুন Railway Ticket
- সার্চ করার পর প্রথমে আসা লিংকের উপরে ক্লিক করুন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য সরাসরি ক্লিক করুন-অনলাইনে ট্রেনের টিকিট
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
- ওয়েবসাইট আসার পর উপর থেকে 3 Dot মেনুতে ক্লিক করুন।
- তারপর রেজিস্ট্রারে ক্লিক করে প্রয়জনীয় তথ্য , আপনার মোবাইল নাম্বার,আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটি দিন।ক্যাপচা ভেরিফাই করতে I am not Robiot এ ক্লিক করুন।
- এরপর পরের পেইজে আপনার প্রয়োজনীয় তথ্য লিখুন এবং পাসওয়ার্ড সেট করুন একাউন্টের জন্য।
- এরপর রেজিষ্ট্রেশন কম্পিলিট করুন।
- কম্পিলিট রেজিষ্ট্রেনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি OTP যাবে সেটি দিয়ে কন্টিনিউ তে ক্লিক করুন।
একাউন্ট করা হয়ে গেলে নিচের মত দেখতে পাবেন,
এরপর From অর্থ্যাৎ কোন স্টেশন থেকে আপনি যাবেন তা দিন এবং To তে কোথায় যাবেন সেটা দিন ও কোন তারিখে যেতে চান তা সিলেক্ট করুন এবং সর্বশেষ কোন ক্লাসে যাবেন তা সিলেক্ট করুন।
এরপর এইরকম দেখতে পাবেন,
এবার কোন ট্রেনে যেতে পারবেন সেই ট্রেনের নামগুলা দেখতে পাবেন এবং সময়টাও,তো আপনার সুবিধা হবে যেসময় সেই ট্রেনের টিকিট আছে এমন Book Now এ ক্লিক করুন।
এবার কোন বগীতে যাবেন তা সিলেক্ট করুন
সিট সিলেক্ট করে একদম নিচে চলে আসুন পেমেন্ট করার জন্য Continue Purchase এ ক্লিক করুন
বিকাশ বা যে মাধ্যমে পেমেন্ট করবেন তা সিলেক্ট করে Proceed To Payment এ ক্লিক করুন
পেমেন্ট করা হয়ে গেলে আপনার টিকিট প্রিন্ট করে ফেলুন বা স্ক্রিনশর্ট নিয়ে রাখুন। এখানে সমস্ত তথ্য দেওয়া আছে ট্রেনের নাম + কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন। আপনার বগী নাম এবং সিট নাম্বার এবং কোন তারিখে ভ্রমণ করবেন সে বিষয়ে।
এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটা নিয়ে শেষ কথা
আজকের পোস্টের মাধ্যমে আপনাদের শিখাইলাম কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। আশা করি বুঝতে পেরেছে কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয়। অনলাইনে ট্রেনের টিকিট কাটা নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের বলুন, আমরা সাহয্য করবো।
রায়হান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url